নির্যাতিতা র দাঁত মুখ সহ সব প্রমাণ লোপাট
দাঁত মুখের সূত্র কি হারাল দ্রুত দাহে
মাস কয়েক আগে দন্ত চিকিৎসকের দিয়ে অর্থোডন্টিক ওয়্যার বসিয়েছিলেন তিনি। মৃত্যুর রাতেও সেই তার কাছে গিয়েছিল তাঁর দাঁতে। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনার তদন্তে কি এই তার অন্যতম সহায়ক হয়ে উঠতে পারত? পরিবারের কাছ থেকে এই তার সম্পর্কে নানা তথ্য সিবিআই সংগ্রহ করার পরে এই প্রশ্নেই উঠতে শুরু করেছে।
অনেকেই যা মনে করাচ্ছে নির্ভয়া-কাণ্ডের কথা। তাঁরা বলেছেন ওই ঘটনায় অন্যতম সহায়ক হয়েছিল ফরেসিক ডেনটিষ্ট্রি' বা ফরেসিক ওডন্টোলজি-র যা প্রমাণ করে দিয়েছেন নির্ভয়ার শরীরে যে কামড়ের দাগ মেলেছে তা অভিযুক্তদেরিই।
তবে কি এ বার ফরেসিক ডেনটিষ্ট্রি'র বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে চাইছে সিবিআই? কিন্তু কী প্রমাণ পাওয়া যেতে পারে সে ক্ষেত্রে? ওরাল অ্যন্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজিস্ট' তথা কলকাতার ফরেসিক ডেনটিষ্ট্রি' বিশেষজ্ঞ সুরজিৎ বসু শনিবার বলেন সাধারণত দাঁতের গড়ন ঠিক করতে অর্থোডন্টিক ওয়্যার বসানো হয়।
কোন মন্তব্য নেই