Header Ads

আর জি কর এ নিহত ডাক্তারের পোস্টমর্টেম হয়েছে চালান ছাড়া

নয়া ঠাহর ,কোলকাতা : নিহত ডাক্তারের পোষ্টমর্টেম করার চালান দেখাতে পারলেন না রাজ্যের আইনজীবী  কপিল সিব্বল ।বিচারপতি পার দি ওয়ালা বলেন চালান জমা দিতেই হবে।নতুবা পোস্টমর্টেম সম্পূর্ণ হবে না। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র  ডাক্তারদের দুষ্কৃতী দল  হুমকি দিচ্ছে।   প্রধান বিচারপতি  ডি ওয়াই  চন্দ্র চুর  আগামী কাল বিকাল ৫ টার মধ্যে    ডাক্তারদের কাজে যোগ দেওয়ার পরামর্শ দেন।ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন রাজ্যে সরকারকে। রাজ্যের আইন জীবি কপিল সিব্বল আজ সুপ্রিম কোর্ট কে জানান আর জি করে আন্দোলনের ফলে ২৩ জন মারা গেছে।  ৩,৭৪৭ টি সিসি টিভি লাগানো সত্বেও অপরাধ সংঘটিত হচ্ছে কেন প্রশ্ন সুপ্রিম কোর্ট বেঞ্চের। পরিস্থিতি স্বাভাবিক হয়নি । ডাক্তার বিচার পেলেন না। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়  রাজুবাসীকে উৎসবে  ফেরার আহ্বান জানান।বলেন আন্দোলন একমাস হয়ে গেছে। এবার শারদোৎসব এ ফিরুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.