দিল্লির দ্বিতীয় মহিলা মূখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি
নয়া ঠাহর ,কোলকাতা:কথা রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।তিনি আত্ম মর্যাদা রক্ষায় জনপ্রিয়তা যাচাই লক্ষ্যে পদত্যাগ করেন।তিনি সহকর্মী অতিশী কে মুখ্যমন্ত্রী পদে বসান। তিনি হবেন দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোাধ্যায় এর পর তিনিই হবেন
উচ্চশিক্ষিত আতিশি। এদিকে কলকাতার পুলিশ কমিশনার পদে বসলেন মনোজ ভার্মা । বিনীত গোয়েল সরে গেলেন। এডিজি এস টি এফ পদে বসানো হয়। আন্দোলনের চাপে তাকে সরে যাতে হল।
কোন মন্তব্য নেই