Header Ads

মণিপুরে ফের সংঘর্ষ কুকি ও মেইতেইদের 

মণিপুরে মেইতেই ও কুফি জনগোষ্ঠীর মধ্যে গুলির লড়াই হল এ দিনও। বেলা সাড়ে এগারোটা নাগাদ দুই গোষ্ঠীর আক্রমণ প্রতি আক্রমণে কেঁপে ওঠে জিরিবাম জেলা। কোনও পক্ষে কারও আহত বা নিহত হওয়ার খবর না মিললেও আতঙ্কে সাধারণ গ্ৰামবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যেতে দেখা গিয়েছে।
 ৎ পুলিশ জানিয়েছে মঙবঙ এলাকায় পাহাড়ের উপর থেকে জঙ্গিরা গুলি চালায়। জবাব দেয় আর এক গোষ্ঠী। খবর পেয়েই বিশাল বাহিনী নিয়ে ছুটে গিয়েছেন পুলিশ অফিসারের। এখন সেখানে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে।
মণিপুর পুলিশ আসাম রাইফেলস সিআরপি বিএসএফ যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান অবশ্য অব্যাহত রয়েছে। চূড়াচাঁদপুর থৌবাল ও কঙপকপি জেলায় বাজেয়াপ্ত করা হয়েছে দুইটি থ্রিনটথ্রি রাইফেল একটি পিস্তল চারটি হ্যান্ড গ্ৰনেড বেশ কিছু মর্টার বিস্ফোরণ ও গুলিবারুদ। তবে কেউ গ্ৰেফতার হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.