Header Ads

পশ্চিমবঙ্গের অধিকাংশ নয় প্রত্যেকটি মেডিক্যাল কলেজ এ থ্রেট কালচার চলছে ,দুর্নীতির আঁতুড় ঘর মার্গের লাশ বিক্রি হচ্ছে।

নয়া ঠাহর ,কলকাতা : পশ্চিমবঙ্গের কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেওয়ারিশ লাশ থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে বাজারে লাখ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। ।এপর্যন্ত ২০০,কোটির দুর্নীতির খবর দিয়েছে আনন্দ বাজার পত্রিকার সংবাদিক শুভাশিস ঘটক তাঁর ১২ সেপ্টেম্বর তার  প্রতিবেদনে ভয়ংকর এই খবর দিয়েছে। অঙ্গ পিছু  ৪ থাকে ৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।দক্ষিণ বঙ্গ সহ রাজ্যের প্রত্যেকটি হাসপাতালের মর্গ থেকে বেওয়ারিশ লাশ এর অঙ্গ প্রত্যঙ্গ কেটে বার করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অভিযোগ সূত্রে সিবিআই অনেক তথ্য পেয়েছে।এছাড়াও মার্গের  দায়িত্ব প্রাপ্ত ডোম দের দেওয়া অভিযোগ   রাজ্যের সব হাসপাতালের ডাক্তারদের সিন্ডিকেট  ,দূর্নীতি চক্র  রাজ্যের শিক্ষা ব্যবস্থা  স্বাস্থ্য ব্যবস্থা কে রসাতলে পাঠিয়েছে। ডাক্তার দের শূন্য পদে আসন বিক্রি  ,সঙ্গে ব্যাপক মাদক সেক্স ইত্যাদি চক্র বাংলার  আর বাঙালির সব গর্ব কে ধুলায়   লুটিয়ে দিয়েছে। তৃনমূল দলের মুখপাত্র শান্তনু সেন তো অভিযোগ করে বলেছেন আর জি কর  মেডিক্যাল কলেজ রসাতলে গেছে। পরীক্ষায় সহজেই প্রশ্নপত্র পাওয়া যায়।পাশ ফেল টাকার বিনিময়ে সহজেই  পাশ করানো যায়।   তৃনমূল সরকারের   পদত্যাগ করা সাংসদ  জহর সরকার  আর জি কর মেডিক্যাল কলেজ  ডাক্তার হত্যার পিছনে  বিশাল দুষ্কৃতী চক্রের হাত আছে বলে সন্ধেহ করছেন।  এবিপি আনন্দ করে এক সাক্ষাৎ করে অভিযোগ করেন এই রাজ্যে যারা কেরোসিন তেল কাল বাজারে বিক্রি করে  তারও ১০ তলা বাড়ি।পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক দূর্নীতি । দুর্নীতি প্রতিরোধে সরকারের কোনো ব্যবস্থা নেই।









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.