Header Ads

নির্যাতিতার মা বাবা দেশের রাষ্ট্রপতি ,প্রধাণমন্ত্রী,মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের অভিযোগ পত্র পাঠালেন

নয়া ঠাহর  ,কোলকাতা : কোলকাতা  আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে   গত ৯আগস্ট পড়ুয়া ডাক্তার ধর্ষণ হত্যা ঘটনা র প্রধান অপরাধী কে সিবিআই গ্রেফতার করতে পারে নি।তবে আর্থিক  দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ কে গ্রেফতার করা হয়।নির্যাতিতার মা বা কিন্তু খুশি নন।তারা রাষ্ট্রপতি ,প্রধাণমন্ত্রী  মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে  অভিযোগ করে বলেছেন হাসপাতালের ভিতরের দূর্বৃত্তরা ছিল।  আজ মঙ্গলবার  আনন্দবাজারের প্রতিবেদক এই খবর  দিয়েছেন।   আন্দোলনকারী ডাক্তাররা অভিযোগ করেন   নির্যাতিতা ডাক্তারের মরদেহ পুলিশ আটকায় অভিবাবকদের কাছে নিয়ে যেতে দেয়নি। সেমিনার হল ভেঙে ফেলা র চেষ্টা সহ প্রমাণ লোপাটের চেষ্টা করে পুলিশ। নির্যাতিতার গাড়িটিও ভেঙে ফেলার চেষ্টা করে পুলিশ। আজ সারা বিশ্বর মানুষ কলকাতার ন্যাক্কারজনক ঘটনা  দেখছে। লাভলি মিত্র নামে এক তৃনমূল  নেত্রী আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন।  সরকার চুপ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.