দুর্গা মেয়ের বিচার ছাড়া বাঙালিরা পুজোয় ফিরবেন না
অমল গুপ্ত ,কোলকাতা ১০ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টে ডাক্তার অভয়া হত্যার দ্বিতীয় শুনানি তে পোস্টমর্টেম নিয়ে সরকারের ত্রুটি ,দুর্বলতার নানা অভিযোগ উঠেছে। জরুরি নথি চালান জমা দিতে পারেনি সরকারের আইনজীবী । রাজ্যের অধিকাংশ মেডিক্যাল কলেজ এ থ্রেট কালচার অব্যাহত। সাধারণ বিশ্ববিদ্যালয় ও থ্রেট কালচার চলছে।মেডিক্যাল কলেজ গুলিতে একাংশ দুষ্ট চক্র শাসক দলের সমর্থন পুষ্ট হয়ে মেধাবী ডাক্তার পড়ুয়া দের মোটা অংকের বিনিময়ে পাশ কে ফেল ফেল কে পাশ করিয়ে দিচ্ছে। ছাত্রী পড়ুয়া দের সেক্স ,মাদক চক্রের হাতছানি আছেই। কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ রসাতলে গেছে।সেক্স, মাদক ব্যবসা , ঔষধ পাচারের কোটি কোটি টাকা ব্যবসা লাশ পাচারের ব্যবসা, রোগীর খাট সাজ সরঞ্জাম সবই পাচার এই কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আকতার আলি এই সব বিস্ফোরক অভিযোগ আগেই করেছেন।প্রাক্তন মুখপাত্র শান্তনু সেন তো অভিযোগ করেন হাসপাতাল রসাতলে গেছে। মোটা অঙ্কের ব্যাবস্থা করলে।প্রশ্ন পত্র পরীক্ষার আগেই পাওয়া যায়। বাম সরকার আসার আগে থেকে পশ্চিম বঙ্গের স্বাস্থ্য, শিক্ষা ব্যাবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য বিভাগ নীরব কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক কর্তৃপক্ষ ছাত্র ছাত্রী সমাজের অধঃপতন আটকাতে পারেনি। পুজো আসছে বাংলায় বিশেষ করে কলকাতার মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীদের ব্যাপক হারে মদ চলবে।এখন যেমন প্রতি রবিবার মাদের দোকানে, বিরিয়ানি দোকান , খাসী কাটা দোকানের লাইন দেখে বিশ্বের বাঙালি লজ্জা পাচ্ছে। পশ্চিমবঙ্গে অধিকাংশ বাঙালি দুর্গা পুজোর সময় নিজেদের মেয়ে কে হত্যা করা হয়েছে।শোকে কাতর।প্রতিদিন বিচারের দাবিতে মিছিল চলছে। রাজ্যে বিচারের দাবি জানাচ্ছে সব জনগোষ্ঠী কেবল অধিকাংশ মুসলিম সমাজ বিস্ময়কর ভাবে নীরবতা দেখাচ্ছে। আর জি করের নিহত জুনিয়র ডাক্তার কি মুসলিম সমাজের বোন নন? তবে কেনো তারা বিচার চাইছেন না। এই মুসলিম সমাজ তৃনমূল সরকারের বড় ভোটার ।সরকারের বড় সমর্থক হওয়া সত্ত্বেও রাজ্যের এই দুঃসময়ে পাশে নেই। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার পড়ুয়া হাসপাতালের দুষ্ট চক্রের হাতে খুন হন।
স্বাস্থ্য বিভাগ প্রমাণ লোপের জন্যে সব চেষ্টা অব্যাহত রেখেছে। সব জনগোষ্ঠী পথে নেমে বিচার চাইছে কিন্তু মুসলিম জনগোষ্ঠী আন্দোলনে খুব কমই আছে।। নিহত পড়ুয়া ডাক্তারের প্রতি কি সহানুভূতি ও নেই? আজ জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিলেন না আন্দোলনে সামিল হয়েছে।স্বাস্থ্য অধি কর্তার পদত্যাগ দাবি করে স্বাস্থ্য ভবন ঘেরাও করে। হাতে মেরুদন্ড প্রতীকী নয় মগজ এর প্রতীকী নিয়ে স্বাস্থ্য ভবনে অভিযান চালান।
কোন মন্তব্য নেই