এপ্রিল - জুন অর্থনীতি মন্দা
এপ্রিল-জুনে বুদ্ধির হার শ্লথ
লোকসভা নির্বাচনের সময় অর্থনীতির গতি সচল রাখার কাজে সরাসরি খরচ বিশেষ হয়নি। তার প্রভাব পড়লো আর্থিক বুদ্ধিতে। চলতি অর্থভাষের প্রথম তিন মাস, অর্থাৎ এপ্রিল-জুনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার নামল ১৫ মাসের মধ্যে সব থেকে নীচে। শুক্রবার পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, এপ্রিল জুনিয় আর্থিক বৃদ্ধির হার ৬.৭%। আগের তিন মাস জানুয়ারি -মার্চে ছিল ৭.৮%। আর গত বছর এপ্রিল-জুড়ে ছুঁয়েছিল ৮.২%।
এ দিকে, হতাশ করেছে জুলাইয়ে আটটি মূল পরিকাঠামো ক্ষেত্রের উংপাদনও। তা বেড়েছে গত বারের তুলনায় অনেক শ্লথ গতিতে। আগের বছরের জুলাইয়ে ছিল ৮.৫% এ বার ৬.১%। যদিও জুনের ৫.১ শতাংশের তুলনায় এই হার বেশি।
সংশ্লিষ্ট সব পক্ষেই মনে করেছে এপ্রিল-জুনের শ্লথ বৃদ্ধি তৃতীয় মোদী সরকারের গোড়াতেই অর্থনীতির জন্য খারাপ খবর। যদিও এর পরেও অর্থ মন্ত্রক আশা করছে অর্থবর্ষে বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি পৌঁছবে।
মুখ আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের বক্তব্য এক দশকে যে সব সংস্কার হয়েছে তার ফায়দা তোলা গেলে এখনও ৭% আর্থিক বৃদ্ধির ছোঁয়া সম্ভব। রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি বেসরকারি শিল্পমহল লগ্নি করতে শুরু করেছে।
কোন মন্তব্য নেই