সন্তান আগলে নদী পার শাবক সহ মা হাতির
সন্তান আগলেই টইটম্বুর নদী পার হল মা হাতি
শাবককে নিরাপদে রাখতে কার্যত দুঃসাহসিক অভিযান নামল এক মা হাতি! দু'মাসের শামককে আগলে কখনও শুঁড়ে টেনে কখনও পায়ে পায়ে ঠেলে ভরা স্রোতের শিলাবতী পার হল হাতি। মাতৃস্মেহের এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল রাতের গনগনি।
বৃহস্পতিবার ভোর রাতে শালবনি গোয়ালতোড় হয়ে মাস দু'য়েকের শাবককে নিয়ে একটি মা হাতি গড়বেতার জঙ্গলে আসে। এ দিন দিনভর শাবককে নিয়ে হাতিটি আমলাগোড়ার মাগুরাশোলের জঙ্গলে ঘাঁটি গেড়ে ছিল। তাদের উপর নজর রেখেছিল বন দফতর। সন্ধ্যা হতেই শাবককে নিয়ে হাতিটি ডেরা বদলের জন্য ওই জঙ্গল থেকে বেরিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে প্রথমে আমলাগোড়ার জামডোবা-বাগডোবার জঙ্গলে ঢোকে। তারপর ময়রাকাটার জঙ্গল হয়ে গড়বেতা কলেজের সামনে রাজ্য সড়ক পেরিয়ে শাবককে নিয়ে হাতিটি গনগনির দিকে আসে।
গনগনির পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী। কয়েকদিনের ভারী বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ায় শিলাবতীতে জল বেড়েছে অনেকটাই। গতি বেড়েছে জলের স্রোতের। সেই স্রোতে ভেঙেছে গনগনির কাছে আগরা অঞ্চলে যাওয়ার বাঁশের সাঁকো। যাত্রী পারাপারে চলছে নৌকা। সেই জলে ভরা শিলাবতী পার হওয়ার আগে গনগনির নদী পাড়ে শাবককে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল মা হাতিটি। অত রাতেও হাতি দেখতে মানুষের জটলা ছিল ওই জায়গায়।
কোন মন্তব্য নেই