Header Ads

অসমে জুম্বা নামাজ এর বিরতি থাকবে না বিধানসভার সর্বসম্মত প্রস্তাব পাশ

নয়া ঠাহর গুয়াহাটি ;অসম মুসলিম সম্প্রদায়ের  নামাজের  জন্যে    আর বিরতি থাকবে না
 অসম বিধানসভায় আজ এই প্রস্তাব গ্রহন করা হয়। এখন থেকে প্রতি শুক্র বার বিধানসভা একই সময়ে বসবে। জমি কেনা বেচা ক্ষেত্রে , শিশু বিবাহ প্রতিরোধ  ক্ষেত্রে আইন প্রণয়ন করা হবে।  অসমে  ১২,১৩,১৪ বছর বয়সে শিশু নারীদের বিবাহের অনুমতি দেওয়া হয়  এই বিয়ের ফলে নারীদের নানা রোগে আক্রান্ত হতে হয়।অধিকাংশ রক্তশূন্যতা  অপুষ্টি রোগে ভোগে। পশ্চিমবঙ্গে পরিস্থিতি ভয়াবহ  কোনো নিয়ন্ত্রণ নেই।হিমন্ত বিশ্ব শর্মা সরকার হাজার স্বামীকে গ্রেফতার করেছে।যারা শিশু বিয়ে করেছে। আজ প্রাক্তন বিজেপি ব  প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব অভিযোগ করেন অসমের  ৮০ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্ষণ খুন ইত্যাদি অপরাধের সঙ্গে জড়িত। নিজেদের বসে এই সমস্যা সমাধান করতে হবে। যুব প্রজন্ম কে ভালভাবে শিক্ষা  দিতে হবে।অপরাধ প্রবণতা সম্পর্কে  সচেতন করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.