দেশের সর্বচ্চো কর্মক্ষম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত ,গুয়াহাটি,কোলকাতা:ভারত ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করল।কিন্তু দেশের ১৪৫ কোটি মানুষের চরিত্র বদল হল না।নীতিহীন দূর্নীতি অসততা থেকে মুক্ত হতে পারলো না।দেশের রাজনীতিবিদ , সাংসদ ,বিধায়কদের অধিকাংশ চরিত্র হীন।দেশ ও দশের প্রতি দায়িত্ব পালন করে না। দেশ প্রেম নেই। ব্যক্তিগত জীবনে মূল্যবোধ নেই। অসম উত্তর পূর্বাঞ্চল পশ্চিম বঙ্গ র অধিকাংশ মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী অসৎ পথে কাজ হাসিল করে।অধিকাংশ মদ গাঁজা মাদক গ্রাস করেছে।বিশেষ করে কলকাতা তথা রাজ্যের মেডিক্যাল কলেজ গুলি শিক্ষার পরিবেশ নেই।মাদক গ্রাস করেছে।খুন জখম ধর্ষণ সাধারণ ঘটনা। অসম কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে পুড়িয়ে দিয়েছে।পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত মাদক ব্যবসায়ীদের রম রমা ।কোনো নিয়ন্ত্রণ নেই।এই অসৎ পথে ডাক্তার হওয়ার পর সমাজের কি উপকার হবে।ভেজাল ডাক্তার ভেজাল ঔষধ সব অবাধ চলছে। অসমে ধর্ষণ করার আগে দুষ্কৃতী রা পাঁচ বার ভাববে। গত পরশু অসমে ধীং এক ছাত্রীকে ধর্ষনের ২৪ ঘণ্টার পুলিশের হাত থেকে পালাতে গিয়ে প্রাণ গেল। অসমে ১২,১৩,১৫ বয়সে শিশু বিবাহ বন্ধে মুখ্যমন্ত্রী শর্মা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।প্রায় হাজার স্বামীকে জেলে ভরে দেন।যা ভারতে নজির নেই।আইন করা হয়েছে ১৮ বছরের তলে বিবাহ করা যাবেনা। পশ্চিমবঙ্গে ভয়াবহ অবস্থা অল্প বয়সে বিয়ে।
অধিকাংশ রক্ত শূন্য নানা রোগে আক্রান্ত সরকারের নজর নেই। দেশের জ্বলন্ত সমস্যা মাদক ইনজেকশন দিয়ে শরীরে বিষ প্রয়োগ করা হচ্ছে।নাগাল্যান্ড ত্রিপুরা অসমের অধিকাংশ কলেজ বিশ্ব বিদ্যালয়ে মাদক গ্রাস করেছে।পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে।কোনো সরকারের নজর নেই। ঘরে ঘরে পানীয় হল মিথ্যা আস্বাস ,ভূগর্ভের জল ফুরিয়ে হচ্ছে। প্লাস্টিক বর্জ্য থেকেও মারাত্বক বিষ মাইক্রো প্লাস্টিক ।প্লাস্টিক বোতল , থেকে যেকোনো খাবারে এই মাইক্রো প্লাস্টিক বা ক্ষুদ্র ক না মিশে যাচ্ছে।স্বাস প্রশ্বাস বিরূপ প্রভাব ফেলছে। ভূগর্ভে জল নেই। প্লাস্টিক আবর্জনা বন্ধ হল না।এর মধ্যে ব্যাপক মদ গাঁজা খুন জখম ধর্ষণ চলছে। কোনো মানুষ নেই প্রতিরোধ করার।
কোন মন্তব্য নেই