Header Ads

গুয়াহাটি তে বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয় ঘেরাও

অমল গুপ্ত ,গুয়াহাটি ,  কোলকাতা: বাংলদেশে  বাঙালি হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে অসমের  বাঙালি হিন্দুদের প্রতিনিধি   রা আজ গুয়াহাটি তে বাংলাদেশের  সহকারী হাই  কমিশনারের কার্যালয়  ঘেরাও করে।  শিলাদিত্য দেব এই ঘেরাও প্রতিবাদ কর্মসুচীর প্রধান উদ্যোক্তা ছিলেন বলে জানা গেছে।এই প্রতিবাদ আন্দোলনের পিছনে অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমর্থন ছিল । অসমের ডিজিপি উজান অসম এ শিবির পেতে বাংলাদেশী  অনুপ্রবেশকারীদের   নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। মূখ্যমন্ত্রী নির্দেশে সব জেলার সীমান্ত সক্রিয় থাকার কথা বলেছেন। বাংলদেশে শাহবাগ  এ বাঙালি হিন্দুদের বিশাল সমাবেশ  ।স্লোগান উঠেছে বাংলাদেশ  আমার জন্ম ভূমি বাংলদেশে আমার মা।   মূখ্যমন্ত্রী বলেন  ,প্রিয়াঙ্কা গান্ধী  গাজা র  সংখ্যালঘু কে নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে। অথচ কংগ্রেস দল বাংলাদেশের হিন্দুদের নিয়ে চুপ।মুসলিম ভোটের লালসায়  করছে বলে তাঁর অভিযোগ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.