Header Ads

ত্রিপুরা তে ভয়াবহ বন্যা অধিকাংশ এলাকা ডুবে গেছে।

নয়া ঠাহর ,কোলকাতা : ত্রিপুরার অধিকাংশ অঞ্চল বন্যার জলে ডুবে গেছে।আগরতলা প্রেস ক্লাব আশ পাশে ডুবেছে। পরিস্থিতি ভয়াবহ হয়েছিল দুদিন কিছুটা কমেছে বলে আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবল কুমার দে জানান। দৈনিক সন্দ্যান  পত্রিকার কর্ণধার   দে জানান তাদের অঞ্চল o প্লাবিত হয়েছে।  দুর্গাতারা চিরে গুর ছাড়া কিছু পাচ্ছে না।বিস্তর ক্ষতি হয়েছে। ত্রিপুরা পশ্চিম অঞ্চলে বাঁধের জল ছাড়া ফলে বাংলাদেশের কিছু অঞ্চল প্লাবিত হয়েছে বলে সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে।  এদিকে ফারাক্কার জল বাংলাদেশকে প্লাবিত করেছে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.