Header Ads

ত্রিপুরার বন্যা রেকর্ড ছাড়িয়েছে

*কৃত্রিম বন‍্যায় ত্রিপুরাবাসীরা  নাজেহাল : যোগাযোগ বিচ্ছিন্ন*

 
 *নয়াঠাহর প্রতিবেদন, আগরতলা ও চাঁনপুর:* 
গত সোমবার সকাল থেকে টানা বর্ষণের ফলে জলমগ্ন রূপ নিতে চলো বন‍্যায়। বুধবার অতি বৃষ্টির জলে ত্রিপুরা রাজ‍্যের উত্তর ত্রিপুরা,দক্ষিণ ত্রিপুরার সহ অন‍্যান‍্য জেলাগুলির  কিছু কিছু  গ্রামগঞ্জে,শহর নগর অতিভারী বর্ষণে ত্রিপুরার সকল নদীর জল বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হয়েছে পাশ্ববর্তী  এলাকা । তীব্রভাবে জলময় হয়ে পড়ে কিছু গ্রামগঞ্জ  সহ স্মার্টসিটি আগরতলা সহ ত্রিপুরা রাজ‍্যের কিছু জেলাও।ত্রিপুরা রাজ‍্যের বিভিন্ন জেলার বেশিরভাগ শহর ও নগর এমনকি কিছু গ্রামগঞ্জে, অলিগলিতে জল ডুকে পড়েছে। এতে একধরনের কৃত্রিম বন‍্যায় রূপ নিয়ে নিল।ফলে মানুষের ঘরবাড়িতে জল ডুকে পড়ে। ফলে বন‍্যায় কবলিত নাগরিকরা অসহায় হয়ে পড়েছেন।দেরীতে হলেও সরকারি সহযোগিতা পাওয়া যায় কিছু কিছু জায়গায়। গত বুধবারের বন‍্যার ভয়ংকর  রূপটি ছিল ।কিছু সিনিয়র নাগরিকদের কথাবার্তা হতে জানাযায় এধরণের বন‍্যার এই রূপ আর কখনো দেখননি।  ধর্মনগর থেকে আগরতলা গামী রেলওয়ে ট্রেন ০৫৬৭৬ জিরেনিয়া,থেকে তেলিয়ামুড়া মধ্যে রেলওয়ে লাইনে ধস নামে। রেলওয়ে ট্রেন চালকের সর্তকিতায় যাত্রীরা সুরক্ষিত হয়। ফলে  দুঘর্টনার হাত থেকে রক্ষা পায় রেলযাত্রী সহ ট্রেনটি।আকাশ পথও বন্ধ হয়ে পড়েছে বলে জানা যায় ,তাই নাকি বিমান পরিষেবা ছিল না। কারণ,রান ওয়েতে জল ছিল। মটর রাস্তাও যোগাযোগ ব‍্যবস্থা অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে । মানুষের ক্ষয়ক্ষতি খবর  সঠিক সরকারি ভাবে এখন পাওয়া যায়নি,খবর লেখা পযর্ন্ত । বাণবাসীদের বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে স্থান নিতে হলো। গবাদিপশুর অবস্থা ততইবচ। রাজ‍্যসরকার তাদের মত করেই  সহযোগিতা করছেন বলে খবর পাওয়ায় ।কিছু কিছু জায়গায় বন‍্যার জল দেখে বানভাসিদের অসহায় হয়ে পড়তে দেখা গিয়েছে।  সরকারের প্রতি বাণবাসীদের অভিযোগের গুঞ্জন শুনা যায়। আজ শুক্রবার বৃষ্টির পরিমাণ কম আছে এখন পযর্ন্ত । জল কমছে।গত বৃহস্পতিবার থেকে রেলওয়ে সেবা আবার চালু হয়েছে পাতলা পাতলা। আজ শুক্রবার আগরতলা শিলচর ট্রেন ও অন্যান্য দৃর পাল্লা ট্রেন আসা যাওয়া দেরিতে হলেও করছে। মনু আর গোমতি নদী রেকর্ড ছড়িয়েছে।২৪ জন মারা গেছে।২০২৪ টি বাঁধ ভেঙেছে।একহাজার ত্রাণ শিবিরে  দুগতরা আছে।গতকাল দুটি বিমানে ত্রাণ সামগ্রী।এসেছে।মুখ্যমন্ত্রী মানিক সাহা  বন্যা দুর্গত এলাকা  পরিদর্শন করেন।












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.