Header Ads

বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন । সেনা প্রধান জানান অন্তর্বর্তী সরকার গড়বে সেনা

অমল গুপ্ত ,কোলকাতা ৫আগস্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা   পদত্যাগ করেছেন। এমনি খবর দিয়েছে সোশ্যাল মিডিয়া ।প্রধাণমন্ত্রী কি দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেবেন  এমন জল্পনা চলছে।।দেশের সেনাবাহিনী প্রধান জাতির উদ্যেশ্যে ভাষণ দেওয়ার আগেই পদত্যাগ করলেন । চীন থেকে ফিরেই প্রধানমন্ত্রী  চিনের দিকে ঝুঁকে ছিলেন।যা ভারতের পররাষ্ট্র নীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।গতকাল দিল্লী অভিযোগ করেছিল বাংলাদেশে আন্দোলন কারীদের পাকিস্তান উস্কানি দিচ্ছে।  জামাতের হাত আছে।এবার কি চিনের  লাল থাবা পড়বে? লাখ টাকার প্রশ্ন।
এবিপি আনন্দ দাবী করছে বাংলাদেশ সেনার দখলে চলে গেছে। দাবী করেছে হাসিনা নাকি ত্রিপুরা তে গিয়ে আশ্রয় নেবেন।প্রধানমন্ত্রীর বাসভবন আন্দোলনকারীরা ঘেরাও করে রেখেছে। শেখ হাসিনা বোন রেহানা কে সঙ্গে নিয়ে ভারতে আশ্রয় নেবেন বলে সূত্রটি দাবী করেছে।তারা আগরতলা যেতে পারেন।  প্রধানমন্ত্রী বাসভবনের গেট ছাড়াও বহু গাড়ি ভাঙ্গা হয়েছে।মুজিবর রহমানের মূর্তি ভাঙ্গা হচ্ছে। হাতুড়ি দিয়ে বঙ্গ বন্ধুর মূর্তি ভাঙ্গার ছবি টিভিতে দেখে   অবাক হচ্ছে বাংলাদেশ বাসী।  শ্রীলঙ্কার মত বাংলদেশে   বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু মূর্তি। ভেঙে বাংলাদেশের স্বাধীনতা প্রশ্ন চিহ্নের মুখে চলে এলো।আন্দোলনকারীরা গণভবন দখল করার পর ধানমন্ডিতে স্বরাষ্ট্র মন্ত্রীর আবাস স্থল আক্রমণ করেছে আন্দোলনকারীরা। আজ বেলা   সাড়ে তিনটি র সময় সেনা প্রধান জানান আস্বাস দেন আন্দোলনকারীদের সব দাবী মেনে নেবো।বলেন প্রতিটি হত্যার ঘটনা তদন্ত করা হবে।তবে হিংসা থেকে বিরত থাকুন। অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।সেনা অফিসার জানান সব সমস্যা সমাধান করা হবে। জরুরি আইন জারি হবেনা।  কারফিউ তুলে নেওয়া হবে। জামাত, জাতীয় দল, বিএনপি, সহ সব দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক  করা হয়।তবে আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না। সেনা প্রধান জানান ৪৮ঘণ্টার মধ্যে  অন্তবর্তী সরকার গঠন করা হবে। আজ ২-৩০মিনিটে হাসিনা পদত্যাগ করেন।বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে রেড এলার্ট জারি করেছে বিএসএফ । প্রধান কলকাতা গিয়েছেন।  পদত্যাগ করে হাসিনা তাঁর বোন কে সঙ্গে নিয়ে হেলিকপ্টার এ ভারতের উদ্যেশ্যে যাত্রা করছেন। গণ ভবন লুটপাট চলছে।পুলিশ নেই সর্বত্র পুলিশ দের আক্রমণের শিকার করছে ছাত্র সমাজ।১৪ জন পুলিশ খুন হয়েছে। সাংবাদিকদের  হত্যা করা হয়েছে। ৩০০ কাছাকাছি ছাত্র ছাত্রী খুন হয়েছে। বিকালের খবর হাসিনার বিমান দিল্লির উদ্যেশ্যে পারি দিয়েছে।। সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে লাখ লাখ  ছাত্র সমাজ উল্লাস প্রকাশ করছেন। হাসিনার পদত্যাগ উল্লাস প্রকাশ করেছে। বাংলাদেশে আজ ইন্টারনেট চালু হয়েছে। বাংলদেশে সাংবাদিক জুয়েল আনন্দ জানান প্রধানমন্ত্রী হাসিনা  সময়মত আলোচনার টেবিলে বসলে ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হত না।পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে।আওয়ামী লীগের সদর দপ্তর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিকাল পাঁচটা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
হাসিনা  দিল্লী থেকে লন্ডন যাওয়ার সম্ভাবনা আছে।ভারত বাংলাদেশ সব রুটে ট্রেন বন্ধ।বিমান সেবা বন্ধ।বাংলাদেশ  ভারত ২০২২  কিলোমিটারে সীমান্ত  কড়া পাহারা রাখা হয়েছে। প্রসঙ্গত এর আগে হাসিনা যখন বোন কে সঙ্গে নিয়ে দিল্লী চলে গিয়েছিলেন তখন ভারতের প্রধাণমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের দিল্লিতে আশ্রয় দিয়েছিলেন।আজ ২৮,৩০,বছর পর আগস্ট মাসে হাসিনা বোনকে সঙ্গে নিয়ে বাংলদেশে ছাড়লেন। ১৯৭৫ সালে মুজিবর কে ফ্যামিলি সহ ১৮ জনকে দুষ্কৃতীরা হত্যা করে।   হাসিনা দিল্লিতে কিছু সময় কাটাতে পারেন।কোনো তিনি ভারতের কাছে  রাজনৈতিক আশ্রয় চাননি বলে জানা গেছে। হাসিনার বিমান গাজিয়া বাদে কিছুক্ষণ থামে।  গন্তব্য সম্ভবত দিল্লী।















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.