Header Ads

সম্মানিত শাহরুখ

সম্মানিত শাহরুখ 
এবার ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ খান। এই প্রথম কোনও ভারতীয় এই সম্মানে ভূষিত হলেন। পিয়াজা গ্ৰান্দে প্রায় ৮০০০ দর্শকের সামনে মঞ্চে অ্যাওয়ার্ড গ্রহণের পরে অভিনেতা বলেন "আমি পর্দায় যে ভাবে হাত ছড়িয়ে দাঁড়াই তার চেয়েও বেশি হাত ছড়িয়ে আমাকে আপন করে নিয়েছে এই জায়গা। ভীষণ সুন্দর সংস্কৃতিপূর্ণ ও ঐতিহ্যশালী এই শহর... এই অনুষ্ঠানে এত জনসমাগম উষ্ণতা এত বাড়ছে যে মনে হচ্ছে যেন নিজের দেশের রয়েছি। এখন সেখানকার ভাষা রপ্ত করছেন রান্না শিখছেন বলে জানান অভিনেতা। তবে সেই অনুষ্ঠান থেকে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো যেখানে ঠেলে সরিয়ে দিতে নিয়ে অনেকে প্রশ্ন তোলেন সমাজমাধ্যমে। তবে পরে সেই প্রবীণের সঙ্গেই শাহরুখকে দেখা যায় অনুষ্ঠানে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.