Header Ads

শিলং এর সারদা সংঘ আর জি কর ধর্ষণ কান্ড নিয়ে প্রতিবাদ

নয়া ঠাহর,  শিলং :,সারা দেশে এমনকি বিদেশেও কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্মান্তিক জুনিয়র ডাক্তার খুন ধর্ষণ কান্ড নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। চুপ করে বসে নেই মেঘালয়ের মহিলা সমাজ ।শিলং এর সারদা সংঘের মহিলারা এই নারকীয়  ঘটনার তীব্র নিন্দা করে পথে নেমেছিলেন।তারা বলেন এই ঘটনা কেবল কলকাতা নয় বিশ্বের সমগ্র মহিলা সমাজকে নাড়িয়ে দিয়েছে। নিন্দার ভাষা হারিয়েছে।তারা অবিলম্বে প্রধান অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.