ভারতের নারী স্বাধীনতার স্বাদ পায়নি ,রাত দখলের কর্মসূচি প্রমাণ করে দিল
অমল গুপ্ত ,কোলকাতা, স্বাধীনতার ৭৮ বছর উদযাপিত হল। কলকাতার বুকে এক মহিলা ডাক্তারকে দুষ্কৃতীরা যে ভাবে খুন করে ধর্ষণ করে পালায় তার কিনারা হলনা।আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল ধংস করে হত্যার প্রমাণ লোপাটের সব চেষ্টা করলো দুষ্কৃতী ।কলকাতার স্থানীয় যুবক গভীর রাতে লাঠি লোহার রড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চড়াও হল।লাখ লাখ টাকার ঔষধ বিনষ্ট করে দিল।অত্যাচারিত মহিলাদের লাখ লাখ প্রতিবাদীর কন্ঠ কে চাপা দেবার জন্যে শতাধিক দুষ্কৃতী এই অপরাধ করে।তাদের শাস্তি হবে তো সন্দেহ হচ্ছে।এত বড় ঘটনার পর সরকার নীরব।রাজনৈতিক দল গুলোর দিকে আঙুল তুলছে সরকার। কলকাতা সহ রাজ্যে নারীদের স্বাধীনতা নেই।রাতের পথ কেবল দুষ্কৃতীরা দখল করে থাকে। গত রাতে রাজ্যের মহিলারা লক্ষ্মী ভান্ডার কে উপেক্ষা করেও বিচার জন্যে পথে নেমেছে।সরকার ভাবতে পারেনি এত মহিলা পথে নামতে পারে।নারীদের ঘরে বাইরে নিরাপত্তা নেই লাখ মহিলার রাত দখলের মেগা কর্মসূচি প্রমাণ করে দিল।
কোন মন্তব্য নেই