বাংলাদেশের অন্তবর্তী সরকারে প্রধান মহম্মদ ইউনূস কে অভিনন্দন জানিয়ে হিন্দুদের জীবন সম্পত্তি নিরাপত্তা প্রদানের আর্জি জানান নরেন্দ্র মোদী
অমল গুপ্ত ,কান্দি জেল রোড মুর্শিদাবাদ: ,বাংলদেশে হিন্দু জনগোষ্ঠীর উপর লাগাতার হামলা ভারতবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। বাংলদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ বন্ধের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের প্রধান মন্ত্রী আস্বাস দিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব পূর্ণ আগের সম্পর্ক অটুট থাকবে পারস্পরিক সাহার্য্য সহ হিযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নোবেল জয়ী বিশ্ব খ্যাত অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস গতকাল রাতে প্যারিস থেকে ফিরেই সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন। কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের হিন্দু নির্যাতনে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহম্মদ ইউনূস কে জরুরি বার্তা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন বাংলদেশে হিন্দু নির্যাতন বন্ধ হবে।ক্ষমতায় বসে ইউনূস বলেন পরিস্থিতি স্বাভাবিক না হলে অস্থির থাকলে এর প্রভাব পড়বে উত্তর পূর্বের সাতটি রাজ্যে এবং পশ্চিমবঙ্গে।। তিনি সবকে সতর্ক করে বলেছেন মায়ানমার ও ছাড় পাবে না।প্রসঙ্গত ভারত হাসিনা সরকারকে কোটি কোটি টাকা আর্থিক সাহার্য্য করে দুই দেশের সম্পর্ককে মজবুত করেছিলেন। প্রধানমন্ত্রী সেকথাই স্মরণ করিয়ে দেন। আজ সকালে প্রথম ভাষণে প্রতিশ্রুতি দেন সব অপরাধীর বিচার হবে।তিনি প্রতিটি সরকারি বিভাগকে নিজের নিজের স্থানে গিয়ে ডিউটি করার নির্দেশ দেন।বলেন সারা বিশ্ব দেখছে ছাত্রদের আত্মত্যাগ সরকার , সব জনগোষ্ঠীর আশা আশঙ্খা পূরণ করার উপর জোর দেন। ইউনূস বিয়ে করেন পশ্চিমবঙ্গে বর্ধমানে তার পত্নী ফিরোজি ইউনূস বর্ধমান কলেজ থেকে পাস করেছেন। শালা এবিপি আনন্দ কে জানান জামাইবাবু বর্ধমানের কড়া পাকের মিহিদানা খেতে ভালবাসেন। এখন দিদি অসুস্থ পরে মিষ্টি নিয়ে যাব। আজ বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের এক দাবী মিছিল বেরিয়েছিল। কুচবিহারের সীতালকুচি সীমান্তে হাজার চারেক হিন্দু বাঙালি অপেক্ষা করছে ভারতে প্রবেশ করার জন্যে। সংসদে বিজেপি সাংসদ দিলীপ সাইকিয়া বাংলদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ করেন। সর্বভারতীয় মতুয়া সম্প্রদায় ভারতে আসার জন্যে অপেক্ষারত হিন্দুদের নিরাপত্তা ও খদ্যের ব্যবস্থা করার দাবি জানায়।হিন্দু রক্ষী দল নামে এক সংগঠন বাংলদেশে সফরের ডাক দিয়েছে।করিম।গঞ্জ থেকে ১০ আগস্ট এই অভিযান শুরু হবে
কোন মন্তব্য নেই