Header Ads

ঝাড়গ্রামে বুনো হাতি কে হত্যা করে গরম জ্বলন্ত লোহার রড পেটে ঢুকিয়ে দেওয়া হয়

নয়া ঠাহর :কোলকাতা: অসম এ প্রায় বুনো হাতি হত্যার খবর পাওয়া যায়।ঝাড়খণ্ড রাজ্যের কাছে ঝাড়গ্রামে এক  গর্ভবতী  হাতির  পেটে জ্বলন্ত  লোহার রড ভরে দেওয়ার ফলে যন্ত্রনায়  ছট ফট করতে  করতে  মারা যাওয়ার সময় পেটের শাবক প্রসব করে।যন্ত্রনা  এরপর নিষ্ঠুর গ্রাম বাসী যন্ত্রনায়  কাতর বুনো  হাতি টিকে  পেট্রোল ঢেলে জ্বালিয়ে  দেয় ।এই মর্মান্তিক   অমানবিক খবর দেশবাসীকে  বিচলিত করে না। আমরা  দেবী রুপি  গনেশ  পুজো করি  । সেই গনেশ কে নির্মম ভাবে হত্যা  দেশের   পরিবেশ প্রেমীরা কোথায় গেলেন প্রতিবাদ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.