Header Ads

বৃষ্টি পড়তেই ডেঙ্গির তাণ্ডব

বৃষ্টি পড়তেই শুরু হয়েছে ডেঙ্গির তাণ্ডব 

 মুর্শিদাবাদ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এ বছর ৩২ তম সপ্তাহে যে জেলায় যেখানে ১৭৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন সেখানে চলতি অর্থাৎ ৩৩ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২০৫ জন। এ ভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফে বাড়ছে।
   রাজ্যের যে পাঁচটি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে তার মধ্যে মুর্শিদাবাদ জেলা অন্যতম। দু'দিন আগেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের অধিকারিকেরা অন্য চারটি জেলায় সঙ্গে মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য অধিকারীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন।জেলা স্বাস্থ্য দফতর ডেঙ্গি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদ জেলায় কী কী কাজ করছে সে বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা খোঁজ খবর নিয়েছেন। তবে স্বাস্থ্য দপ্তরের এক অধিককারী জানান জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই। তবে গত বছরের তুলনায় জেলায় এবারে  ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম রয়েছে। চলতি বছরে জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত জেলায় ৭৭৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ডেঙ্গিতে এক জনের মৃত্যু হয়েছে। গত বছর এই সময়ে মুর্শিদাবাদ জেলায় ৯৬৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল, তবে সে বার সময় পর্যন্ত ডেঙ্গিতে কারও মৃত্যু  হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.