Header Ads

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার হত্যার প্রতিবাদ উত্তরপূর্ব জুড়ে

*আর জি কর মেডিকেলে মৌমিতা হত্যাকাণ্ডের সারা দেশে বইছে প্রতিবাদের ঝড়!*

*প্রতিবাদে বাদ পড়েনি বরাক সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা*

*সানি রায়, শিলচর::*
কলকাতার আর জি কর মেডিকেল কলেজে  তরুণী মহিলা চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডে সারা দেশে বইছে প্রতিবাদের ঝড়! বাদ পড়েনি অসম তথা বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা । নৃশংসভাবে দলবদ্ধ ধর্ষনের পর হত্যা করে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে বাংলার দুষ্কৃতীরা। এই জঘন্যতম কাণ্ডে জড়িতদের শীঘ্রই ফাঁসির দাবিতে সারা ভারতজুড়ে উত্তাল প্রতিবাদ। প্রতিবাদের ছোঁয়া এবার সমগ্র বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে ও পরিলক্ষিত হয়েছে। সম্প্রতি, শিলচর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়। তাঁরা পথ নাটিকা - প্রতিবাদী সঙ্গীত সহ মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শেষদিনের মতো প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় চিকিৎসক সংস্থা। এদিন শিলচর মেডিকেল কলেজ  হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত ,ডাঃ রাজীব বিশ্বাস ,ডাঃ দীপক পান্ডে ,ডাঃ কনকদ্বীপ শর্মা, ডাঃ সলমান চৌধুরী সহ আরও অন্যান্য সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদী কার্যসূচিতে সামিল হন।প্রতিবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় কলকাতার আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে সংগঠিত

 কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার বিষয়টি তীব্র ভাষায় নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.