Header Ads

বুদ্ধবাবুর সেই প্রশংসা মনে আছে সৌরভের

বুদ্ধবাবুর সেই প্রশংসা মনে আছে সৌরভের

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর ভাবে শোকাহত সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে মুম্বাইয়ে ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বুদ্ধবাবুর প্রয়াণের খবর পান সকাল সাড়ে ন'টা নাগাদ। চোখের সামনে ভেসে ওঠে তাঁর সঙ্গে কাটানো বেশির ভাগ মুহূর্ত।
     লর্ডসে অভিষেক টেস্টে শতরান করে কলকাতায় ফেরার পরে মহাকরণ থেকে সৌরভের বাড়িতে ফোন করে অভিনন্দন জানান বুদ্ধবাবু। সেই স্মৃতি ফিরে আসে এই দিন। সৌরভ বলেন ইংল্যান্ড থেকে যে দিন বাড়ি ফিরি বিকেলের দিকে মহাকরণ থেকে একটি ফোন আসে। সে দিন প্রথম কথা হয়েছিল বুদ্ধবাবুর সঙ্গে। শতরানের জন্য অভিনন্দন জানিয়েছেন। বলেছিলেন লর্ডসের ইনিংস তিনি দেখেছেন আমিও খুব খুশি হয়েছিলাম।
   সৌরভ অধিনায়ক থাকাকালীন মূখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2003 বিশ্বকাপের ফাইনালে অষ্ট্রেলিয়ার বিরূদ্ধে হেরে দেশে ফেরার পরেও সৌরভকে সাহস যোগান বুদ্ধবাবু। সৌরভের কথায় ক্রিকেট নিয়েই বেশির ভাগ আলোচনা হত। খেলাটা ভালবাসতেন। ভারতের অধিনায়ক যখন ছিলাম তখন প্রত্যেকটি ম্যাচ দেখতেন। তখন প্রত্যেকটি ম্যাচ দেখতেন। নিজের বক্তব্য জানাতেন। খুব ভালবাসতেন আমাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.