Header Ads

হিমন্ত বিশ্ব শর্মার দেখানো পথেই সাজা

হিমন্তর দেখানো পথেই শাস্তি ডুবে মৃত্যু ধর্ষণে অভিযুক্তের 
বিচারের আগেই শুক্রবার স্বয়ং মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে শাস্তি কী হতে পারে। তার কয়েক ঘন্টার মধ্যেই অসমের ধিং-এর না নাবালিকাকে ধর্ষণ করার ঘটনায় অভিযুক্তের শাস্তি হল। সরকারি ভাষ্যে অবশ্য ঘুরিয়ে-ফিরিয়ে সেই পুরনো কথাই বলা হলো যে- পুলিশের হাত ছাড়িয়ে পালাতে গিয়ে অভিযুক্তর জলে ডুবে মৃত্যু হয়েছে।
   পুলিশ হেফাজতে মৃত্যুর তালিকায় আরও একটি নাম বাড়ল অসামে। পাশাপাশি অসমে মুসলিমদের প্রতি হেমন্তবিশ্ব শর্মার সরকারের মনোভাব আরও একটা স্পষ্ট করে দেওয়া হল। হ্যাঁ একই সঙ্গে প্রতিবেশী তৃণমূল-শাসিত পশ্চিমবঙ্গকেও বিজেপি -শাসনে হাতে-গরম সাজার উদাহরণ দেওয়া হল।
   অসমে হেমন্তর জমানায় শুরু হওয়া ভূয়ো এনকাউন্টার সংস্কৃতিতে মামলা করেও রাশ টানা যাচ্ছে না। বরং তাকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। তার সঙ্গে সংখ্যালঘুদের বার্তা দেওয়াও অব্যাহত। অসমের ধিংয়ে দশম শ্রেণীর ছাত্রীর গণধর্ষণের ঘটনায় বিক্ষোভ দেখানো জনতা অভিযুক্তদের গুলি করে মারার দাবি তুলেছিল শুক্রবার। সেই দাবিকে পরোক্ষ অনুমোদন সেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘন্টার মধ্যেই সাজা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.