আর জি করের সুরক্ষার দায়িত্বে সি আই এস ইফ
আর জি করের সুরক্ষাভার হাতে নিল সিআইএসএফ
সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজে নিরাপত্তার দায়িত্ব নিল সিআইএসএফ। বাহিনীর দু'টি কোম্পানি সেখানে মোতায়েন হয়েছে বৃহস্পতিবার। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো এ দিন আর জি করের নতুন সুপার হিসাবে কাজ যোগ দেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। কোনও বাধার মুখে পড়তে হয়নি তাঁকে। সপ্তর্ষি এ দিন জানান কর্মবিরতি তুলতে ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। সপ্তর্ষি বলেন খুব দ্রুত এই হাসপাতালকে আগের পরিবেশে ফেরানোর চেষ্টা করব।
এক সিআইএসএফ কর্তা এ দিন বলেন কলকাতা পুলিশ থাকবে। আমরা পুলিশের কাজে সহায়তা করব। এই হাসপাতালে যেন কোনও ধরণের হিংসাত্মক ঘটনা না হয় সেটা দেখা আমাদের মূল দায়িত্ব। কলকাতা পুলিশও একই কথা বলেছে।সিআইএসএফ-এর ১৮৫ জন নিযুক্ত হলেও পুলিশের ক'জন থাকবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছে লালবাজার। এখন সেখানে কলকাতা পুলিশের ৫৫ জন কর্মী আছেন।
কোন মন্তব্য নেই