Header Ads

কলকাতা আর জি কর এ খুন ধর্ষনের প্রতিবাদ পাঁচথুপি তে ও

নয়া ঠাহর ,কোলকাতা :কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার খুন  ধর্ষনের প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল। অধিকাংশ জেলাতে  সমাজের অর্ধ আকাশ স্বরূপ মহিলা সমাজ প্রতিবাদে রাত দখলের আন্দোলনে নেমেছে ।মুর্শিদাবাদ জেলার কান্দি, পাঁচথুপী, বহরমপুর ইত্যাদি শহরে বড় বড় প্রতিবাদ মিছিল বেরিয়েছিল।পাঁচথুপির মত   শহরের গত ১৭আগস্ট বিশাল জমায়েত হয়েছিল
 অধিকাংশ মহিলা  এই প্রতিবাদ মিছিলে ছিলেন বলে  পাঁচুথুপি   টাউন   লাইব্রেরী র লাইব্রেরীয়ান
 রুদ্র শংকর দাস জানান। পঞ্চথুপি নারী শক্তির উদ্যোগে   ১৭ আগস্ট সন্ধ্যা সারে   ছয়টা র সময় জমায়েত হয়েছিল।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.