Header Ads

সীমান্তে রাখি বন্ধন উৎসব

*ভারতীয় সীমান্ত রক্ষায় নিয়োজিত জোয়ানদের ভাতৃত্ব ভাবনায় রাঁখি বন্ধন উৎসবে মেতেছে...* 

 *নয়াঠাহর প্রতিবেদন,বদরপুর:* 
সীমান্তে ভারতীয় জোয়ানদের সাথে ভাতৃত্ব ভাবধারা দৃঢ় করতে কালিগঞ্জ সঞ্চ সমিতি পালন করলো রাঁখি বন্ধন উৎসব পালন করে।
       উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবারও কালিগঞ্জ সঞ্চ সমিতি একল অভিযানের তরফ থেকে সীমান্তে থাকা ভারতীয় জোয়ানদের সাথে ভাতৃত্বভাবধারা আরো দৃঢ় করে তুলতে সক্ষম দেখা গেল। 
   আজ সকাল ১০ ঘটিকায় প্রথমে ভাঙ্গা আউট পোস্টে এবং পরবর্তীতে একে একে ভাঙ্গা বিএসএফ ক্যাম্প,শেরালীপুর স্পিডপোষ্ট, শেরালীপুর বিএসএফ ক্যাম্প,লামাজুয়ার বিএসএফ ক্যাম্প,চরগোলা বিএসএফ ক্যাম্পসহ ভারত বাংলাদেশ সীমান্তে থাকা বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং বিএসএফ ক্যাম্পে জোয়ানদের হাতে হাতে বেঁধে দেওয়া হয় রাঁখি।
       প্রথমে সনাতনী রীতিতে উলুধ্বনি দিয়ে জোয়ানদের ধূপ দেখিয়ে মাথায় টিকা পরিয়ে,হাতে রাঁখি বেঁধে
 দিয়ে মিষ্টি মুখ করানো হয় এবং পরবর্তীতে ভারত মাতার জয় ধ্বনিতে মুখরিত করে তোলা হয় গোটা জোয়ানদের ক‍্যাম্প চত্বরে।
     জোয়ানদের তরফ থেকেও কালিগঞ্জ সঞ্চ সমিতির সদস্য এবং বোনদের মিষ্টি মুখ করিয়ে উপহার স্বরূপ কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এদিন সমাজে ভাতৃত্বধারাকে আরো দৃঢ় করে তুলতে সীমান্তে সীমান্তে ভারতীয় জোয়ানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কার্যক্রমে উপস্থিত ছিলেন একল অভিযানের কালিগঞ্জ সঞ্চ সমিতির সভাপতি বিধু ভূষণ দত্ত, সম্পাদক সাগর ধর,গৌতম রায়,সমাজ কর্মী মুন্নী ছেত্রী,অপর্ণা নমঃসুদ্র,মিণু দত্ত,একল বিদ্যালয়ের আচার্যা সোমা নমঃ সুদ্র, গোপাল বাহাদুর ছেত্রী,শুভ পাল সহ প্রমুখেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.