Header Ads

সব কে সাথ, সব কে বিকাশ, কিন্তু দেশের ১৫শতাংশ মুসলিম কে বাদ দিয়ে? গনতন্ত্রের ছাদ ফুটো।।

নয়া ঠাহর ,কোলকাতা  তৃনমূল কংগ্রেস সরকারের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সংসদে রাষ্ট্রপতির ভাষণে বিতর্কে যোগ দিয়ে জ্বালাময়ী ভাষণ দিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছেন।যা আগে কোনো সাংসদ তোলেননি। দেশে বেটি বাঁচাও বেটি পরাও যে কি ধরনের প্রহসন দেশ বাসী টের পাচ্ছে।দেশের ৫০শতাংশ নারীদের নিরাপত্তা নেই।  বন্দে ভারত  ,বুলেট ট্রেন ছাড়া বাকি সাধারণ ট্রেনের যাত্রীদের যেমন কোনো নিরাপত্তা নেই।  প্রতিদিন দুর্ঘটনা  ।বাজেট তুলে দেওয়া হল। ট্রেন চালাবার দায়িত্ব নেই সরকারের।  দেশের  ১৫শতাংশ মুসলিম।ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সব ধর্মের সমান অধিকার। শাসক দল বিজেপি তে সংসদে এখনও মুসলিম প্রতিনিধি   ইচ্ছাকৃত ভাবে অর্ন্তভুক্ত করা হয়নি।তৃণমূলের সাংসদ অভিষেক এই জ্বলন্ত প্রশ্ন তুলে  দিয়েছেন।বলেছেন সব কে সাথ সব কে বিকাশ এর মধ্যে কি দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলিম   পড়েনা। এই প্রশ্নের জবাব কে দেবেন?    দেশ থেকে কোটি কোটি টাকা লুট করে দেশের বিখ্যাত সব শিল্পপতি দেশ ছেড়ে পালিয়ে গেল।তাদের টিকি ছোঁয়ার ক্ষমতা বিজেপি সরকারের আছে কি? এই ধরনের নানা প্রশ্নের মুখোমুখি  দাঁড় করিয়ে দিল অভিষেক। জবাব নেই।বিকশিত ভারতের সংসদ ছাদ ফুটো হয়ে জল পড়ছে।  গরীব রাষ্ট্র ভারতের প্রাচীন  সংসদ ভবন  বাদ দিয়ে হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মাণ করা হল সেই ভবনে ফুটো ।বৃষ্টির জল পড়ছে। গনতন্ত্রের ছাদ ফুটো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.