অসম বিধান সভা র পাঁচদিন শরৎ কালীন অধিবেশনে ১৩ বিল উত্থাপিত হবে
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কোলকাতা: আজ ২২আগস্ট অসম বিধানসভার পাঁচ দিনের শরৎ কালীন অধিবেশন শুরু হল ।এই অধিবেশনে ১৩ টি বিল উত্থাপন করা হবে।১৮বছরের তলে বিবাহ করা যাবে না, মুসলিম জনগোষ্ঠী র জমি কেনা বেচা ,গুয়াহাটি কৃত্রিম বন্যা , স্মার্ট মিটার ইত্যাদি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে ইউএস টি এমে।নিয়ে আলোচনা হবে। অসম থেকে রাজ্যে সভাতে পাঠানো বরাকের মিশন রঞ্জন দাস ও তেলি কে পাঠানো হল।তাদের দুজন কে অভিনন্দন জ্ঞাপন করা হয়।মিশন রঞ্জন দাস খুব ভালো মানুষ কিন্তু চালাক রাজ নীতিবিদ নন। শিলচরের প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায় কে পাঠানো হলে অসমের সমস্যা তুলেধরতে পারতেন। অসমের পাহাড় প্রকৃতি ধংস চলছেই পাহাড় ধংস করে ইউ এস টি এম বিশ্ববিদ্যালয় গড়া হল।অসমের সব দল সংগঠন কে মোটা অংকের টাকা দিলেই অসমের যেকোন পাহাড় ধ্বংস করা যায়।ওই কর্তৃপক্ষ সবকে খুশি করেছে।অসমের গুয়াহাটি শহরের মত এত সুন্দর প্রাকৃতিক সুন্দর শহর ভারতে নেই।চারপাশে ১৭ টি পাহাড়।মেঘালয় কে স্পর্শ করা পাহাড় সবটাই ওই বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ ভেঙে গুঁড়িয়ে সাফ করে দিল।কোনো সংগঠন প্রতিবাদ করেনি। একমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকৃতি পাহাড় রক্ষায় এগিয়ে এলেন। কিন্তু পারবেন না।অসমের সংবাদ মাধ্যম সহ সব সংগঠন মোটা টাকা নিয়ে বসে পড়েছে বলে বহু অভিযোগ এসেছে।মুখ্যমন্ত্রী একা কি করবেন। অসমের জঙ্গল পাহাড় ধংস চলছেই সরকার পাহাড় রক্ষা করতে পারবে না।। অসম সরকার বিশিষ্ট নৃত্য শিল্পী সোনাল মানসিং কে এবার শংকর দেব সর্বচ্চো সরকারি পুরস্কার দেওয়া হবে।অসম এ যে হারে বুনো জন্তু জানোয়ারের হত্যা বেড়েছে উত্তর গুয়াহাটিতে শিয়ালের কামড়ে ৮ জন আহত হয়েছে।উজানে বাঘের আক্রমণ ৮ জন আহত হওয়ার খবর এসেছে। ইউ এস টি এমে সঙ্গে মুখ্যমন্ত্রী একা লড়ছেন। ব্যক্তিগত লাভ লালসা র কাছে রাজ্যের ৯০ শতাংশ রাজনৈতিক দল সংগঠন আত্মসমর্পণ করেছে ইউ এস টি এম সবাই কে খুশি করে মেঘালয় সরকার কে নানা ভাবে খুশি করে পাহাড় ধ্বংসের সুযোগ করে দিয়েছে। একা হিমন্ত বিশ্ব শর্মা কি করবেন?অসমের পাহাড় প্রকৃতি ধংস হলে জাতির ক্ষতি জাতীয় বিপর্যয় ব্যক্তিগত ভাবে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাই পাহাড় ধংস চালিয়ে যাও।কেউ বাধা দেবেনা।
কোন মন্তব্য নেই