বিনোদন জগৎ পথে নামলেন
পথে এবার নামো সাথী
আরজি করের ঘটনায় প্রতিবাদে শহরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলে শামিল হচ্ছেন বিনোদন জগতের শিল্পীরা। অভিনেতাদের পরে এবার বাংলার সংগীত শিল্পীরা একত্র হলেন প্রতিবাদ করতে। সোমবার সন্ধ্যায় সাদার্ন অ্যাভিনিউয়ে বেরিয়েছিল সংগীত শিল্পীদের মিছিল। তমসো মা জ্যোতির্গর্মন শীতল মিছিলটিতেও হাঁটলেন এ শহরের বহু শিল্পী। গানে স্লোগানের প্রতিবাদ করতে করতে নব নন্দার স্কুলের সামনে থেকে সেই মিছিল গোল পার্ক হয়ে এগিয়ে যায় রামকৃষ্ণ মিশনের দিকে।
কোন মন্তব্য নেই