Header Ads

দে শের বিজ্ঞানীদের তালিকায় চার বাঙালি

দেশের সেরা বিজ্ঞানীর তালিকায় চার বাঙালি 
 মৌমিতা দাস  কান্দি 
দেশের বিজ্ঞান পুরস্কার ভৃষিত হলেন ৩২ জন বিজ্ঞানী এবং তৃতীয় চন্দ্রাভিযানে যুক্ত ইসরোর বিজ্ঞানী দল। বুধবার প্রকাশিত এই তালিকায় আছেন চার জন বাঙালিও। এর মধ্যে বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছেন আইআইএম কলকাতার অধ্যাপক রহুল মুখোপাধ্যায় এবং সাহা ইনস্টিটিউট অব নবকুমার মণ্ডল পদার্থবিদ্যায় বিজ্ঞান যুব পুরস্কার রমন রিসাচ ইনস্টিটিউট অধ্যাপক উর্বশী সিংহ। পরিবেশবিদ্যা বিভাগে বিজ্ঞান যুব পুরস্কার প্রাপক ন্যাশনাল ফরেসিক সায়েন্স ইউনিভার্সিটির বাপ্পি পাল।
এ বার দেশের বিজ্ঞানরত্ন পুরস্কার পেয়েছেন জীববিজ্ঞানী গোবিন্দরাজন পদ্মনাভন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব বিজ্ঞানী বর্তমানে তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আছেন। লিভারের ইউক্যারিয়োটির জিন, ম্যালেরিয়া এবং ভ্যাকসিন সংক্রান্ত গবেষণায় তাঁর বিশেষ অবদান আছে। ইসরোর বিজ্ঞানী দলকে পুরস্কৃত করা হয়েছে মহাকাশ বিজ্ঞান বিভাগে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.