আদানি কান্ড জে পি সি দাবী কংগ্রেস
আদানি কাণ্ডে জেপিসি চেয়ে ফের সরব কংগ্রেস
হিন্ডেনবাগের নতুন রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দর কারচুপির অভিযোগের সঙ্গে সেবি-প্রধান মাধবী পুরি বুচের নাম জড়িয়ে যাওয়ার কংগ্রেস পরিকল্পনা করেছিল, এ নিয়ে জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলে মোদি সরকারের চাপে ফেলবে। কিন্তু আচমকাই আর যে কি কর হাসপাতালের ঘটনা এসে যাওয়ায় সমস্ত প্রচারমাধ্যমের নজর সে দিকে ঘুরে যায়। এ বার নতুন করে আদানী-কান্ডের দিকে নজর ঘোরাতে বৃহস্পতিবার দেশ জুড়ে রাস্তায় নেমেছে কংগ্রেস। আগেই ঠিক হয়ে গিয়েছিল বৃহস্পতিবার কংগ্রেস গোটা দেশে ইডি-র দফতরের সামনে বিক্ষোভ দেখাবে। দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ হবে। তার আগে আজ কংগ্রেসের নেতনেত্রীরা দেশের ২০টি শহরের সাংবাদিক বৈঠক করে নতুন করে জেপিসি-এর দাবি তুলেছেন।
কংগ্রেস সূত্রের বক্রব্য হিন্ডেনবাগের নতুন রিপোর্টের পরে জেপিসি-এর দাবি উঠবে আঁচ করেই মোদি সরকার নির্দিষ্ট সময়ের এক দিন আগেই সংবাদের অধিবেশনে ইতি টেনেছিল। কিন্তু তার পরেও কংগ্রেস আদানি কাণ্ডে জেপিসি-র দাবিতে আন্দোলনে নামবে ঠিক করে। সেই কারণেই বিজেপি আর জি করের ঘটনা নিয়ে গোটা দেশিই সবর হয়েছে। তৃণমূলের পাশাপাশি ইন্ডিয়া জোটকে আর জি কর কাণ্ডে নিরবতা নিয়ে নিশানা করেছে। আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার জবাবে পাল্টা মহারাষ্ট্রের ঘটনা নিয়ে বিজেপির দিকে প্রশ্ন তুলেছেন। মহারাষ্ট্রের ঘটনা নিয়ে তাঁর বক্তব্য আজজনতা রাস্তায় নামা পর্যন্ত বদলাপুরি দুই শিশুর সঙ্গে অপরাধের ঘটনায় তাদের বিচারের জন্য প্রথম পদক্ষেপই করা হয়নি।
কোন মন্তব্য নেই