রবীন্দ্রনাথ সর্বত্র বিরাজ
রবীন্দ্রনাথের মূর্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁর আবক্ষ মূর্তি উম্মোচন করে দিনটি পালন করল মহলন্দি মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়। বুধবার কান্দির ওই প্রাথমিক বিদ্যালয়ের রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উম্মোচন করেন কান্দির বিডিও শ্রীকুমার বন্দোপাধ্যায় ও কান্দি চন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোমঋতা রুদ্র। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কান্দি থানার আইসি মৃণাল সিংহ। বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে একটি করে গাছের চারা প্রদান করেন বিদ্যালয় পরিদর্শক। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চৌধুরী বলেন বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক মিলে আমরা উদ্যোগ নিয়ে কবিগুরুর আবাক্ষ মূর্তি স্থাপন করেছি।
কোন মন্তব্য নেই