ডাক্তারের মৃতদেহ দের ঘণ্টা আটকে রেখে নির্যাতিতার মা বাবাকে পুলিশ টাকা অফার করার অভিযোগ করেন অধীর চৌধুরী
নয়া ঠাহর ,কোলকাতা ;সারা দেশে কলকাতা ডাক্তার হত্যা ধর্ষনের প্রতিবাদের ঝড় উঠেছে।২২ দিন পরেও এই হত্যাকাণ্ডের প্রধান দোষী কে কলকাতা পুলিশ গ্রেফতার করতে পারেনি।হাসপাতালের সুপার সন্দীপ ঘোষ লাশের ব্যাবসা চালানো ,বহু দুর্নীতির নায়ক কে সিবিআই আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি স্বয়ং মূখ্যমন্ত্রী একই গ্রেফতার করার দাবি জানান।। বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী নির্যাতিতার বাড়ি থেকে ফিরে এসে অভিযোগ করেন নির্যাতিতার দেহ আটকে রাখা হয়।নির্যাতিতার বা মা কে কলকাতা পুলিশ টাকা অফার করে বলে। যত তারা তাড়িডি ডেড বডি দাহ করতে হবে।চৌধুরী রিপাবলিক বাংলা সহ অন্য কয়েকটি চ্যানেলে সাক্ষাৎ এই অভিযোগ করেন।
কোন মন্তব্য নেই