হাসপাতালে পরিষেবা বন্ধ না করার আহবান মিনাক্ষী র
পরিষেবা দিতে আর্জি মীনাক্ষীর
আরজি কর-কাণ্ডে সব দোষীরা যত দিন না ধরা পড়ছে তত দিন তাঁদের আন্দোলন চলবে জানালেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে ফের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের দায় বিজেপির পাশাপাশি সিপিএমের উপরে চাপালেন সে দিনই ফের মীনাক্ষী সেই দাবি উড়িয়ে দিলেন। সিবিআই তদন্তে আস্থা জানিয়েও তাদের দিকে নজর থাকবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে সরকারি হাসপাতালে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টি চিকিংসকদের ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন সিপিএমের যুব সম্পাদক।
কলকাতা প্রেস ক্লাবে শুক্রবার মীনাক্ষী এই আন্দোলনকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ারও ডাক দিয়েছেন। আরজি করে ভাঙচুরের ঘটনায় গোড়া থেকেই মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের একাংশ কিছু ভিডিয়ো ফুটেজের সূত্র ধরে করছেন এতে ডিওয়াইএফআই-এর পতাকা দেখা গিয়েছে। মীনাক্ষী এ দিন বলেন পতাকা পাওয়ার একমাত্র ঠিকানা আমাদের দফতর নয় বড়বাজারেও মেলা। আমরা আমাদের পতাকা কাঁধে নিয়ে সেটা দায়িত্ব নিয়ে নিই।
কোন মন্তব্য নেই