Header Ads

আর জি কর ধর্ষণ দেশ জুড়ে প্রতিবাদ

আরজিকরে ডাক্তারই খুন, অভিযোগ ধর্ষণের 

বাঁ হাতের কনুইয়ের কাছটা চোখের উপর রাখা। যেন আলো ছড়িয়ে কেউ ঘুমোনোর চেষ্টা করছেন। কিন্তু কাছে গেলেই ভুল ভাঙতে শুরু করে। ঘুমিয়ে রয়েছেন মনে হয়েছে যাকে তাঁর শরীরে উপরের অংশের পোশাক ছেঁড়া। নীচের অংশে পোশাকের নামামাত্র নেই। গলায় কাছে গভীর কালশিটে। মুখের পাশেও চাপ চাপ রক্ত। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের একাধিক জায়গায়। শুক্রবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসপিরেটার মেডিসিন বিভাগের সেমিনার হলে ঢুকে সেখানকার এক চিকিৎসকের মৃতদেহ এই অবস্থায় পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন তাঁর সহকর্মীরা। পাশেই পড়ে ছিল জিনস এবং অন্তর্বাস। এর পর দ্রুত খবর যায় ওই বিভাগের প্রধান হাসপাতালের অধ্যক্ষ এবং সুপারের কাছে। সেই সূত্রে খবর যায় টালা থানায়। উত্তপ্ল হয়ে ওঠে ওই হাসপাতাল চত্বর। দ্রুত তদন্তে নেমে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা। গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তত ক্ষণে খবর পেয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছেন ৩১ বছরের তরুণীর বাবা-মা। জরুরি পরিষেবা ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে নেমে পড়েছেন চিকিৎসকেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.