Header Ads

ইউ এস টি এম বিশ্ববিদ্যালয় পাহাড় কেটে বেআইনি ভাবে গড়ে উঠেছে অভিযোগ মূখ্যমন্ত্রী র

নয়া ঠাহর ,গুয়াহাটি , ইউ  এস টি এম  বিশ্ববিদ্যালয় মেঘালয়,, অসমের পাহাড় বন জঙ্গল কেটে সাফ করে নির্মাণ করা হয়েছে। বেআইনি ভাবে পাহাড় ভেঙে এতবড় নির্মাণ  কাজ চলছে  এতদিন সরকার বাধা দেয় নি।পাহাড় ভেঙে  গুয়াহাটি মহানগরের সমতলে নেমে এসে  গুয়াহাটির নালা নর্দমা সব বন্ধ করে বন্যা    সৃষ্টি করছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  সাংবাদিকদের সেখানে পাঠিয়ে বিস্তৃত খবর নিয়ে গুরুতর অভিযোগ করেছে।পাহাড়ের পরিবেশ  প্রকৃতি ধ্বংস হতে চলেছে।এই শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের বহু রাজনীতিবিদ  বহু রাজনৈতিক দল অর্থ সংগ্রহ করে বলে অভিযোগ আছে।কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন এই  প্রতিষ্ঠান অসমের সম্পদ। প্রসঙ্গত এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউ এস টি এমে গিয়ে প্রতিষ্ঠানের   প্রসংশা করেছিলেন বলে সোশ্যাল মিডিয়া তে প্রকাশ পেয়েছে

 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.