হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত
হাসিনাকে সময় দিচ্ছে দিল্লি চলছে আশ্রয়ের খোঁজও
বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বন্ধু। সুতরাং তাঁকে কিছু সময় দিতে রাজি নয়াদিল্লি।
আজ সকালে সংসদ শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দলের নেতাদের কাছে এই বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
হাসিনা ঢাকা থেকে নয়াদিল্লিতে আসার ২৪ ঘন্টা পর কেন্দ্রীয় সরকারের ইঙ্গিত রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু - কন্যা নয়াদিল্লিতেই থাকবেন। তাঁকে যুবতীয় নিরাপত্তা দেওয়া হবে। এর মধ্যে উনি অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে কতটা কি করে উঠতে পারেন সেটা দেখতে হবে। হাসিনার বর্তমান আস্তানা নিয়ে সব রকম গোপনীয়তার ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সঙ্গে বাড়ানো হয়েছে হিন্দন এয়ারবেস সংলগ্ন এলাকার নিরাপত্তা। সূত্রের খবর এয়ারবেসের কাছেই গাজিয়াবাদে আধাসেনার একটি আবাসনে তাঁকে আপাতত রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই