অসমের কালিয়াবরে দুটি বাঘ তাণ্ডব চালাচ্ছে
নয়া ঠাহর ,কোলকাতা : অসম এ বাঘের তাণ্ডব চলছে। কালিয়াবর চা বাগানের কাছে দুটি বাঘ তাণ্ডব চালাচ্ছে।পাঁচ টি গবাদি পশু খেয়েছে।এদিকে ওরাং বাঘ প্রকল্প একটি বাঘ বন সুরক্ষা করা কর্মীকে আক্রমণ করে ।গতকাল বন রক্ষী মারা গেছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই