Header Ads

বাংলাদেশে আবার কোটা আন্দোলন হিংসা কুমিল্লা খুলনা তে গুলি বহু হতাহত, পাকিস্তান উস্কানি দিচ্ছে ?

অমল গুপ্ত ,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ছাত্রদের হত্যার রক্ত লেগে আছে।প্রায় নিহত নিরপরাধ  তিনশো ছাত্র ছাত্রী  কে রক্ষা করার সব সুযোগ কে হাতছাড়া করে পুলিশ কে গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন উলবলে  আন্দোলনকারীদের অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না।এবার হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনের মূখ  ছড়িয়ে পড়ল বাংলাদেশে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সঠিক রায় দিয়েছেন মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ চাকরী সংরক্ষণ  মুক্তিযোদ্ধাদের মাত্র ৫ শতাংশ সংরক্ষণ করার রায় দেওয়া হয়।৩০শতাংশ থেকে হ্রাস করে ৫শতাংশ করা হয়।আন্দোলনকারীদের যুক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ  হয়েছিল।আজ৫০ বছর পার হয়ে গেছে।এখন তাদের সন্তান সন্ততিদের চাকরী দেওয়ার বয়স নেই।এই যুক্তি উড়িয়ে দেওয়া যাবে না।পরিস্থিতি শান্ত হচ্ছিল। এই শান্ত পরিস্থিতিকে উত্তাল করে হাসিনার পদত্যাগ কে ত্বরান্বিত করার দুষ্টু চক্র মাঠে নেমেছে। ছাত্র সমাজকে আবেগিক করে  আবার আন্দোলনে নামানোর চক্রান্ত সক্রিয়। নিহত পারিবারের সবাইকে সরকারি চাকরী দিয়ে ছাত্র সমাজকে সন্তুষ্ট করার  রাস্তা আছে। কিন্তু ভারত বিরোধী চক্র হাসিনার পদত্যাগ দাবিতে মাঠে নেমেছে সঙ্গে ছাত্র সমাজকে পাশে পেতে চাইছে। হাসিনা সরকার যদি পরিস্থিতি র জন্যে দায় স্বীকার করেন ক্ষমা চান।মৃত ছাত্রদের সরকারি চাকরী সহ আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তবে আপাতত পরিস্থিতি সুরাহা হতে পারে। যে সব পুলিশ  একতরফা ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি  হবে তো?তবে বিদেশি চক্র পরিস্থিতি স্বাভাবিক হতে দেবে তো? টিভি, মোবাইল  সোশ্যাল মিডিয়া তে মৃত ছাত্র ছাত্রীদের ছবি বার বার দেখিয়ে আবেগিক করা হচ্ছে। যারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা  প্রণাম জানিয়ে বলছি তারা তো আর ফিরবে না  তাদের স্মৃতি রক্ষার ব্যাবস্থা করা হোক যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়া হোক। পরিবারগুলির আর্থিক অবস্থা খতিয়ে দেখে  আর্থিক সহায়তা করা হোক।হাসিনা সরকারের পুলিশের গুলি টিয়ারগ্যাস খেয়ে এতগুলি মেধাবী ছাত্র ছাত্রী খুন হল।এর জন্যে সম্পূর্ণ দায়ী সরকার। অস্বীকার করতে পারব না।অবিলম্বে কোটা সংস্কার করে সুপ্রিম কোর্টের রায় কে  আইনে পরিণত করা হোক।৯৩শতাংশ মেধার ভিত্তিতে  নিয়োগের ব্যাবস্থা  কায়েম করা হোক।১৯৫২ ছাত্র আন্দোলন ফলে বাংলাদেশ বাংলা ভাষা পেয়েছে এবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে প্রায় তিনশ ছাত্রের প্রাণের বিনিময়ে বাংলাদেশ ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে চাকরী  সংরক্ষণ এর সুযোগ পেল।  সুপ্রিম কোর্টের রায়কে আইনে পরিণত করতে তবে
 হবে।এই আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি বিশ্ববাসীর শ্রদ্ধা বহুগুণ বেড়ে গেছে। ছাত্রী সমাজ গর্ব করার মত অবদান রেখে গেল।ভারতীয়দের বাংলাদেশে যাওযার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয়  বিদেশ মন্ত্রক। প্রধান মন্ত্রী শেখ হাসিনা অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার  প্রস্তাব দিয়েছেন।কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ  ,  শতাধিক নিহত হয়েছে।সিরাজগঞ্জ ,বিক্রমপুর  ইত্যাদি ৫০টির বেশি জেলাতে আন্দোলন ছড়িয়ে পড়েছে।থামার লক্ষণ নেই তৃতীয় ভারত ,বিরোধী হাসিনা  সরকার বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনকে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। খুলনা তে ছাত্র পুলিশ সংঘর্ষ এক পুলিশ   নিহত হওয়ার খবর এসেছে।আজও দেশজুড়ে কারফিউ জারি আছে রেল চলাচল বন্ধ ইন্টারনেট মোবাইল  বন্ধ,  কেবল ২জি চলছে। ১৮ জুলাইসংঘর্ষ শুরু হয়েছিল। ওখানে "লং মার্চ dakha  "চলছে। হাসিনার  পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনকারীরা অনড়। বাংলদেশে বসবাসকারী ভারতীয়দের বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। এই আন্দোলনের পিছনে পাকিস্থানের হাত থাকার অভিযোগ করেছে ভারত। ভারত বিরোধী জামাত  এই আন্দোলনকে  মজবুত করে ভারত বিরোধী করার চক্রান্ত করছে। হাসিনা সরকার দাবি করেছে এই আন্দোলনে বাইরের জঙ্গিরা জড়িয়ে পড়েছে। এবার শাসক দলের নেতাদের হত্যা করার অভিযোগ এসেছেআজ ৫আগস্ট। সেনাবাহিনী ছাত্রদের পাশে দাঁড়িয়েছে।আজ সেনা বাহিনী প্রধান জাতির উদ্যেশ্যে ভাষণ দেবেন । পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণ হয়েছে।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.