আর জি কর এর মর্গ থেকে মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বার করে বিক্রি করা হত
নয়া ঠাহর ,কোলকাতা কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গ থেকে বেওয়ারিশ লাশ সংগ্রহ করে অঙ্গপ্রত্যঙ্গ বাংলাদেশে পাচার করে দেওয়া হত।ওই হাসপাতালের মর্গ কর্মী তারক চট্টোপাধ্যায় সাংবাদিক দের কাছে অভিযোগ করেছেন। তিনি বলছেন বে ওয়ারিশ লাশ গুলোকে পাকেজ হিসাবে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিত প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ।তার অধীনে কাজ করতেন মর্গ কর্মী তারক চট্টোপাধ্যায়। ফরেনসিক বিভাগের ইনচার্জ তারক চট্টোপাধ্যায় অভিযোগ করেন দশ হাজার টাকার পাকেজ হিসাবে মৃতদেহ বিক্রি করা হত।বিশাল দালাল চক্র সক্রিয়। দাবিদার এলে সেলাই না করে লাশ দিয়ে দেওয়া হত। জুনিয়র ডাক্তার কে খুন হত্যা করে মৃতদেহ তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়া হয় প্রমাণ লোপাটের জন্যে অথচ হাসপতালে ৪০ টি রুম ছিল।১০০ শতাংশ ঠান্ডা ঘর মৃতদেহ চারপাঁচদিন রাখা যেত প্রমাণ লোপাটের জন্যে টা করা হয় বলে ফরেনসিক অফিসার তারক চার্টার্জি অভিযোগ করেন।
কোন মন্তব্য নেই