বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর ঠেকাতে আর্জি
বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর ঠেকাতে আর্জি
নরেন্দ্র মোদী সরকারের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে সম্ভাব্য সমস্ত রকম পদক্ষেপ করার আহান জানাল কংগ্ৰেস। আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে প্রদেশ সভাপতি এবং এআইসিসি-র সাধারণ সম্পাদকের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির ওপাশে বাংলাদেশের মানুষের ভিড় বাড়ছে বলে চিন্তা প্রকাশ করেন অধীরঞ্জন চৌধুরী। তিনি বৈঠকে বলেন পরিস্থতি নিয়ন্ত্রণে আনা জরুরি।
কংগ্রেস সূত্রের খবর এ আইসিসিতে তেলঙ্গানা কেরলের ভারপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সিও কংগ্রেস হাইকমান্ডের কাছে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। দীপার মতে বাংলাদেশে হিন্দুদের নিগ্ৰহের ঘটনাকে কাছে লাগিয়ে মেরুকরণের রাজনীতি করে বিজেপি এর রাজনৈতিক ফায়দা তুলতে পারে।
বৈঠকের পরে কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল বলেন বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু ও তাঁদের ধর্মস্থানে যাতে হামলা না হয় তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবরকম পদক্ষেপ করার আহান জানানো হচ্ছে। তাঁর যাতে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারেন তা নিশ্চিত করতে হবে।
কোন মন্তব্য নেই