Header Ads

শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে সাময়িক ভাবে থাকার অনুমতি ,অর্থমন্ত্রী হচ্ছেন দেবপ্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য?

অমল গুপ্ত,কোলকাতা:,অনেক টানাপোড়েনের পর ভারতের নিরাপত্তা প্রধান অজিত দোভালের  সঙ্গে আলোচনার পর গভীর রাতে ব্রিটেনের উদ্যেশ্যে পারি জমান। বাংলদেশে প্রধানমন্ত্রীর বোন রেহেনার ব্রিটেনের পাসপোর্ট আছে তাই সঙ্গে যেতে অসুবিধা হয়নি। তবে ব্রিটেন প্রথমে হাসিনার  থাকার অনুমতি দিতে আপত্তি জানিয়েছিল।ভারত সরকার নানা আর্ন্তজাতিক চাপার মুখে পড়ে হাসিনাকে নয়া দিল্লিতে থাকার ব্যাপারে ঝুঁকি নেয়নি বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। বাংলাদেশে অর্থমন্ত্রী হিসাবে ডা দেবপ্রিয়  ভট্টাচার্য কে বসানো হতে পারে।তার মা চিত্রা ভট্টাচার্য প্রাক্তন বাংলাদেশ সাংসদ ,রাষ্ট্রসঙ্ঘ  বাংলদেশে প্রতিনিধি হিসাবে কাজ।
করছেন। অর্থনীতিতে  দেশ বিদেশে খ্যাত ড দেব প্রিয় নাম উঠেছে।কলকাতার বিশিষ্ট সাংবাদিক দীপক ঘোষ তার প্রতিবেদনে এই কথা জানান।সেনা প্রধান ওয়াকার উজ জানান দেশে শান্তি স্থাপনের কাতর আহবান জানান।পরিস্থিতি আপাতত শান্ত।১৫বছরের হাসিনা সরকারের পতন ঘটল।এর আগে ,২১ বার সরকার ভাঙ্গার অভ্যুত্থান হয়েছিল।
এদিকে খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ বাংলাদেশ সুপ্রিমকোর্টের। প্রধান মন্ত্রী বাসভবন ছাড়াও সাংসদ ভবন ভাঙচুর করা হয়।গত সোমবার খুন হয়েছে ৫৬জন।নিহত  ৪০০, পার হয়ে গেল। শেখ হাসিনার পুত্র বলেন হাসিনা সরকার দেশকে উন্নতির শিখরে পৌঁছিয়ে দিয়েছে।অন্য কেউ পারবে কি? চীন, পাকিস্তান শক্তি পরিস্থিতি উস্কানি দিচ্ছে বলে বাংলাদেশ বিশেজ্ঞরা অভিযোগ করেন।আশঙ্খা প্রকাশ করেন ভারতে দেশ বিরোধী শক্তি জোরদার হবে। প্রাক্তন সেনা প্রধান শংকর রায় চৌধুরী সতর্ক থাকার পরামর্শ দেন। বাংলার রূপকার শেখ মুজিবর রহমান মূর্তি   বুল দোজার লাগিয়ে ভেঙে ফেলা হল।কোনো প্রতিবাদ হলনা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.