মূখ্যমন্ত্রী দয়াকরে বরাক এ হিন্দু মুসলিম খেলা খেলবেন না
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি
মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়
আপনি বরাক উপত্যকা সফরে এসে এ উপত্যকার মানুষকে সতর্ক করে দিয়েছেন যে আগামী কুড়ি বছর পর বরাক উপত্যকা বাংলাদেশে পরিণত হয়ে যাবে। এটা ৪৫ লক্ষ বরাকবাসী মেনে নিতে পারছে না। বরাক উপত্যকায় হিন্দু-মুসলমান, বাঙালি, বর্মন, মণিপুরী ,চা বাগিচার মানুষ সহ অন্যান্য উপজাতি সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এই উপত্যকায় শান্তির পরিবেশ বজায় রয়েছে। এটা নতুন কিছু নয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও বলেছিলেন 'বরাক শান্তির দ্বীপ। ' বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল তখন সারাদেশে দাঙ্গা হয়েছিল কিন্তু বরাক উপত্যকা এর ব্যতিক্রম ছিল। সম্প্রীতি হল বরাক উপত্যকার ঐতিহ্য এবং সংস্কৃতি। তাই এধরনের কথা বলে বরাকের হিন্দুদের মনে শঙ্কা তৈরীর চেষ্টা না করাটাই ভাল। আপনি বদরুদ্দিন আজমলকে ঘুটি বানিয়ে এতদিন যে হিন্দু মুসলমানের খেলাটা খেলেছিলেন সেটা এখন শেষ হয়ে গেছে। কারণ , আজমল এখন ক্ষমতার বাইরে। তাই এখন নতুন পন্থা আপনি অবলম্বন করছেন। এর আগেও বলেছেন , আসামে প্রায় চল্লিশ শতাংশ মানুষ নাকি মুসলমান। এভাবে বাঙালিদের মধ্যে বিশেষ করে হিন্দুদের মধ্যে একটা ভীতির সঞ্চার করা হচ্ছে। এটা একজন মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। আপনার যদি হিন্দুদের প্রতি এতই ভালোবাসা, এতই প্রীতিভাব থাকে তাহলে আপনি তো অসমীয়া হিন্দু এবং বাঙালি হিন্দুদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার পদক্ষেপ কেন গ্রহণ করছেন না? আজ অবধি এ ধরনের কোন উদ্যোগ নিয়েছেন বলে আমার তো মনে হয় না। আপনি ক্ষমতায় আসার পর থেকেই বাঙালিদের কিভাবে দুর্বল করে রাখা যায় সেই চেষ্টা করে আসছেন।
কোন মন্তব্য নেই