Header Ads

বঙ্গের যুবসমাজ কি মদ কম পান করছে?

চাহিদা কমলেও আগ্রহ বাড়ছে মদে বিনিয়োগের 

 রাজ্যে মদ তৈরি এবং আমদানিতে বিনিযোগ করতে আগ্রহী সংস্থার সংখ্যা বাড়ছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়ছে বলে আশা প্রশাসনিক সূত্রের। সংশ্লিষ্ট মহলের দাবি রাজ্যে মদ খাওয়ার ঝোঁক  কিছুটা কমার পরেও লগ্নির আগ্রহী বুদ্ধির অন্যতম কারণ আবাগারি নীতির সংস্কার।
   অর্থ দফতরের কর্তারা জানাচ্ছেন তৈরির খরচ বাড়তে থাকায় প্রায় প্রতি বছর মদের দাম বাড়ানোর প্রস্তুত দেয় উৎপাদক সংস্থাগুলি। নতুন ব্র্যান্ড নথিবন্ধ করে বাজারে আনতে আগ্রহী সংস্থা জমা দেয় ইচ্ছাপত্র। চলতি বছরের সেই প্রক্রিয়া শেষ হয়েছে সম্প্রতি। সেখানেই জানা গিয়েছে মদ বিয়ার তৈরি ও আমদানি করতে চেয়ে গত বারের তুলনায় বেশি আবেদন জমা পড়েছে রাজ্যর কাছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি বিদেশি মদে গত বছর ৪১ টি সংস্থা আগ্রহ দেখিয়েছিল। এ বার তা ৫৮। বিয়ারে লগ্নিতে ইচ্ছুক সংস্থা ৬টি বেড়ে হয়েছে ১৮। দেশি মদে ৩৮ টি। এক কর্তার কথার দাম বৃদ্ধির প্রস্তুত ছাড়া যে ব্র্যান্ডের মদ উৎপাদন বা আমদানির লক্ষ্য রয়েছে আগ্রহপত্র মারফত সেটা জানায় সংস্থাগুলি। সায় মিললে তা আবগারি দফতরের অধীনে নথিবন্ধ হয়। পরে বাজারে আনতে বাধা থাকে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.