অসমের প্রাক্তন রাজ্যপাল রাষ্ট্রপতিকে গোপন প্রতিবেদন দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অসম বাংলাদেশ সীমান্তে প্রতিদিন ৬০০ বেশি অনুপ্রবেশকারী ভারত ভূখন্ডে যায়
অমল গুপ্ত , কান্দি জেল রোড ,কোলকাতা :অসম এ অনুপ্রেশকারী আজকের নয়।দুদশক আগে থেকে অনুপ্রবেশ চলছে।প্রায় ৬০০ মানুষের মধ্যে হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠী আছে।প্রাক্তন রাজ্যপাল আর পি সিং পরে কাশ্মীরের দায়িত্ব পান।দিল্লিতে রাজ্যে পাল দের সন্মেলনে ৩০ পৃষ্টার গোপন প্রতিবেদন পেশ করে অভিযোগ করেন ভারত বাংলাদেশ সীমান্ত বহু এলাকায় কাঁটা তারের বেড়া নেই।মুক্ত এলাকা দিয়ে বেআইনি অস্ত্র শস্ত্র মাদক ছাড়াও অনুপ্রবেশ অব্যাহত আছে। ২ হাজারের বেশি কিলোমিটার সীমান্ত গরু পাচারের মুক্ত অঞ্চল।বিএসএফের বিশাল নেট ওয়ার্ক , নো ম্যানস ল্যান্ডের জমিতে বে আইনি কর্মকান্ড নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। গত ২০ বছরে হিসাব করলে কত লাখ অনুপ্রবেশ কারী অসমে প্রবেশ করেছে।হিন্দু মুসলিম সমান সংখ্যক হবে। আসু ,প্রতিবাদী সংগঠন গুলি কোথায় ছিল।কংগ্রেস মূখ্যমন্ত্রী তরুণ গগৈ তখন ক্ষমতায় ছিলেন। তখন আলফার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিল।তারা চুপ ছিল।আজ অসম এ মুসলিম জনগোষ্ঠী আর সংখ্যালঘু নয়। সংখ্যাগরিষ্ঠ।২০ বছর বাদ এই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দিসপুর দখল করবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি এই আশঙ্খা প্রকাশ করেন তবে ভুল কি বলেছেন।?
কোন মন্তব্য নেই