স্বপ্নদীপ ,মৌমিতার একই আর্তনাদ মা আমি ভাল নেই
মৌমিতা দাস , কান্দি : আগের স্বপ্নদ্বীপ, ৯ই আগষ্ট ২০২৩ , রাত ৯:৩০ তার শেষ আর্তনাদ
মা আমি ভাল নেই, খুব ভয় লাগছে। তুমি শীঘ্রই এসো, তোমার সঙ্গে অনেক কথা রয়েছে। আজও হ্যাঁ আজও সরকার শ্বপ্নদীপ এর কথা শুনলেন না।আজও বিচার হল ন
ঠিক একবছর পরের মৌমিতা
গত ১ বছরে নিরাপত্তা, সুরক্ষার যে কোনো পরিবর্তন হয়নি এই রাজ্যে তা আবারও প্রমাণ করলো! আবার হত্যা আবার হত্যা ।বাংলায় মানুষ নেই সব দুর্নীতিপরায়ণ ব্যক্তি , মানুষের প্রতি দেশ ও দশের প্রতি ভালবাসা নেই। ৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।দেশের চরিত্র গঠন হল না
যাদবপুরে সেদিনও বারান্দায় কোনো সিসিটিভি ছিলো না, এবারেও কোনো সিসিটিভি নেই।
সেদিনও স্বপ্ননীলের দোষ ছিলো, কেন সে সিনিয়রদের প্রতি দায়বদ্ধ ছিলো না? কেন সে মানিয়ে নিতে পারেনি?
এবারেও বলা হলো
ঘটনাচক্রে দুটোই আগস্ট মাস,
যে মাসে আমরা স্বাধীনতা দিবস পালন করি।
কোন মন্তব্য নেই