দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর শাস্তির সুপারিশ, কলকাতায় প্রধান অপরাধী অধরা , সেমিনার হলে বহিরাগতদের ভিড়
অমল গুপ্ত , কোলকাতা: কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার কে খুন ধর্ষণ দেশ জুড়ে সরব প্রতিবাদ জনরোষ চলছে। অবশেষে দেশের প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী নারকীয় ঘটনা কঠোর শাস্তির সুপারিশ করেছেন।নোবেল জয়ী অমর্ত্য সেন কলকাতার ঘটনাকে পৈশাচিক বলে আখ্যা দিয়ে বলেন দেশের অন্যত্র একই ঘটনা ঘটছে দেশ বাসী উদ্বেগ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন।উত্তরবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে তৃনমূল সরকারের দেওয়া বঙ্গ রত্ন পুরস্কার বর্জন করেন। সিবিআই আর্থিক দুর্নীতির অভিযোগে ১৫ টি জায়গায় অভিযান চালান।সিবিআই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি। আর জি কর এর প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করেছেন।প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ডাক্তার দেবাশীষ সোম ,মা তারা সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।যে সেমিনার হলে ডাক্তার কে নৃশংস ভাবে খুন হত্যা করা হয়।সেই সেমিনার হলে ডাক্তার ,পুলিশ দের ভেতরে দেখা গেছে।
এই রকম মারাত্বক ভিডিও প্রকাশ্যে এসেছে তবে কি ডাক্তার কে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা ধর্ষণ করা হয় সেই প্রশ্ন উঠেছে।হত্যার পর যে সেমিনার হল কে পুলিশ সিল করে দেওয়ার কথা সেখানে বহিরাগতদের ভিড়? প্রমাণ লোপাটের সব চেষ্টা স্বাস্থ্য বিভাগ করেছে।যে বিভাগের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী।
কোন মন্তব্য নেই