করিমগঞ্জ হাইলাকান্দি তে রাজনৈতিক দলের আঞ্চলিক কমিটি গঠন
*করিমগঞ্জ ও হাইলাকান্দি -তে একই দিনে গঠন হলো রাজনৈতিক সংগঠন জনতা দলের আঞ্চলিক কমিটি (জেডিইউ)।*
*সানি রায়, শিলচর*::কেন্দ্রে জনতা দল (JDU) এর শরিক দলের অংশীদারি পাওয়ার পর দৌঁড়ঝাপ এবার উত্তর পূর্বাঞ্চলে।পাখির চোখ অসম বিধানসভা। অসমের বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে জনতা দল ইউনাইটেড এর ভীত মজবুত করতে মরিয়া অসম রাজ্য কমিটির কর্মকতারা।সদ্য বরাক উপত্যকার কাছাড় জেলায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন সম্পন্ন হয়,গত রবিবার একই দিনে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাতে গঠন করা হয় কার্যনির্বাহী কমিটি। রবিবার সকালে করিমগঞ্জ জেলার নিলাম বাজারে একটি সভাগৃহে আয়োজিত হয় কমিটি গঠন অনুষ্ঠান। বিকেলে হাইলাকান্দি তে গঠন করা হয় কমিটি। করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে ভোলা দাস ,সহ সভাপতি জিল্লুর নুর লস্কর, সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুর আহমেদ লস্কর,সহ ২১ সদস্য বিশিষ্ট করিমগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়, অবশেষে হাইলাকান্দি জেলার জেলা সভাপতি হিসেবে হাফিজ শহিদ আহমেদ মজুমদার সদস্য হিসেবে জাকির হোসেন লস্কর, হাফিজ আব্দুল কালাম লস্কর,আফজল হোসেন লস্কর সহ একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সবমিলিয়ে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কমিটির গঠন অনুষ্ঠানে বরাক উপত্যকার ইনচার্জ তথা কাছাড় জেলা কমিটির সভাপতি মেহবুবুর রহমান বড়ভুইয়া , সাধারণ সম্পাদক প্রবীর রঞ্জন ভৌমিক , কাছাড় জেলা সম্পাদক জাকারিয়া মজুমদার প্রমুখ রা উপস্থিত থেকে নিরপেক্ষ ভাবে দলের সুপ্রিম নীতিশ কুমার এবং রাজ্য সভাপতি পরেশ নাথের আদর্শ ও দলের নীতি - নির্দেশনা অনুযায়ী গঠন করা হয় বরাক উপত্যকার তিন জেলার কমিটি। রাজ্য তথা বরাক উপত্যকার বেকারত্ব দূরীকরণ, পথঘাটের উন্নয়ন,বন্যা সমস্যা সমাধানের লক্ষ্যে বরাক উপত্যকায় নতুনভাবে জনতা দল ইউনাইটেড সক্রিয় হয়ে উঠার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা যায়। এদিকে লক্ষ্য রয়েছে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং 2026 এর আসাম বিধানসভা নির্বাচন। দল তাদের ভীত মজবুত করতে এখন থেকে ই সক্রিয় হয়ে প্রতিটি জেলায় নবরূপে গঠন করে যাচ্ছে কমিটি। নব গঠিত রাজনৈতিক সংগঠন জেডি(ইউ) আঞ্চলিক কমিটি বরাক উপত্যকার বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে ও মত প্রকাশ করেন এদিনের নতুন কমিটি।
কোন মন্তব্য নেই