Header Ads

মুর্শিদাবাদ জেলার বন্যায় তলিয়ে গ্রাম

রাত থেকে বের ভাঙনে তলিয়ে গেল বন্যা রোখার পরনো বাঁধও

মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জে গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বাসিন্দাদের। সোমবার রাত থেকে ভাঙনের আতঙ্ক ছড়িয় চাচণ্ড পঞ্চায়েতের লোহরপুর গ্ৰামে। ভাঙনে তলিয়ে যায় বেশ কিছু চাষের জমি ও ভিটা। নদীর ভাঙনে তলিয়ে গিয়েছে বন্যা নিয়ন্ত্রণকারী বহু পুরনো মাটির বাঁধ। যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে কয়েকশো বাড়িঘর। আশঙ্কা রয়েছে বন্যারও।
  বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় আশঙ্কায় অন্যাত্র চলে যাচ্ছেন গঙ্গার ধারের বাসিন্দারা। ভাঙন রোধ করতে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বাঁশের ঝড় জলে ফেলে ভাঙন  রোদের চেষ্টা করছে প্রশাসন। বাঁশ দিয়েই ভাঙন রোধের প্রক্রিয়া চালানো হচ্ছে। আর যা নিয়েই রীতিমতো ক্ষোভ দেখা গিয়েছে জনমানসে।
    স্থানীয় বাসিন্দা মাসূদ রানা বলেন আমার জল যখন নিচে ছিল তখন পাথর দিয়ে অথবা
কংক্রিট দিয়ে ভাঙ্গন রোধ করার কথা বলছিলাম কিন্তু প্রশাসন আমাদের কথা শুনতে চাইনি। বালির বস্তা যে ভাঙুন রোধে কাজ দেয় না তা প্রমাণ হয়ে গিয়েছে। এ বারে ভাঙ্গন বোধ করতে বাশেঁর ঝাড় ব্যবহার করা হচ্ছে কিন্তু পাথরও লোহার জাল ব্যবহার করা হচ্ছে না। এ সময় লোহার জালে পাথর ভরে জলে ফেলা যদি যেত তা হলে ভাঙন কিছুটা হলেও রোধ করা যেত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.